Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়া স্মরণে

সুজন আজম
১ জানুয়ারি ২০২৬ ১৮:৩৩

একটি নাম—
যেন বজ্রধ্বনি,
যেন রুদ্ধ কণ্ঠে উচ্চারিত
একটি জাতির দীর্ঘশ্বাস।
লোহার খাঁচায় বন্দি ছিলো শরীর,
কিন্তু মাথা নত করেনি ইতিহাস,
চোখে ছিলো অদম্য আগুন—
ভয়কে যে নারী ভয় দেখাতে জানতেন।
ঝড় এসেছে,
ঝড় গেছে—
কারাগারের দেয়াল জানে
কতবার রক্তাক্ত নিঃশ্বাস
নীরবে ছুঁয়ে গেছে রাত।
আপনি শুধু একজন মানুষ নন,
আপনি প্রতিরোধের প্রতীক,
একটি নাম—
যা উচ্চারণ করলেই
মেরুদণ্ড সোজা হয়ে যায়।
আজ নিঃশব্দ আকাশ,
আজ বাতাস ভারী—
কোথাও যেন কাঁদছে পতাকা,
কোথাও থমকে আছে স্লোগান।
আপনি থাকুন স্মৃতিতে,
আপনি থাকুন সাহসে,
আপনি থাকুন সেই সব কণ্ঠে—
যারা এখনও অন্যায়ের সামনে
চুপ থাকতে শেখেনি।
সময় একদিন সব মুছে দেয়,
কিন্তু কিছু নাম—
সময়কে মুছে দেয়।
খালেদা জিয়া,
আপনি শুধু স্মৃতি নন,
আপনি এক অসমাপ্ত লড়াই।

বিজ্ঞাপন
সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

খালেদা জিয়া স্মরণে
১ জানুয়ারি ২০২৬ ১৮:৩৩

আরো

সম্পর্কিত খবর