হুমায়ূন আহমেদের জীবন নিয়ে অমিতের উপন্যাসঃ আসছে ১৩ নভেম্বরে
৩ নভেম্বর ২০১৮ ১৯:০৮
সাহিত্য ডেস্ক।।
প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের জীবনকাহিনী নিয়ে ‘হুমায়ূন’ উপন্যাস লিখেছেন কথাসাহিত্যিক অমিত গোস্বামী। আগামী ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে বইটির মোড়ক উন্মোচন করা হবে। বাংলা প্রকাশ বইটি প্রকাশ করছে।
অমিত এই উপন্যাস সম্পর্কে বলেন, ‘এই উপন্যাসটি একটি পরিপূর্ণ উপন্যাস, যা অনেক ধরনের ঘাত-প্রতিঘাত নিয়ে লেখা। প্রশ্ন উঠতে পারে কতটা সত্যি? এক্ষেত্রে আমি মনে করি, সত্য তথ্য যেখানে আছে সেখানে তথ্য বিকৃতি নেই। বাকিটা পারিপার্শ্বিক ঘটনার আধারে লেখা। ঔপন্যাসিক হিসেবে সে স্বাধীনতা আমার আছেই। এই উপন্যাস লেখার আগে বেসিক রিসার্চ আমি করেছি। কথা বলেছি হুমায়ূন আহমেদের সাথে সংপৃক্ত অনেক মানুষের সাথে। তার লেখা বিভিন্ন নিবন্ধ পড়েছি। অনুসরন করেছি তাঁর সাক্ষাৎকার। বাকিটা মনের মাধুরী মিশিয়ে লিখেছি।’
লেখক আরও জানান, ‘প্রকাশককে দেওয়ার আগে অন্তত ২৫ জনকে উপন্যাসটি দেখিয়ে তাদের মতামত নিয়েছি। তারপর চূড়ান্ত লেখা জমা দিয়েছি। হুমায়ূন আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠ ও সাহিত্যিক ধ্রুব এষ উপন্যাসটি পড়ে এতটাই খুশি হয়েছিলেন যে তিনি নিজেই বইটির প্রচ্ছদ এঁকে আমাকে দিয়ে বললেন, এটাই এই উপন্যাসের সেরা প্রচ্ছদ হবে। আমি তার এই উদ্যোগের জন্যে কৃতজ্ঞ।’
বাংলা প্রকাশের ব্যবস্থাপক ও কবি রহীম শাহ বলেন, ‘প্রায় ৩০০ পাতার এই উপন্যাসটি খুব ছোট না। তবে বইয়ের মান ভাল করার জন্য আমরা একটু বেশি সময় নিলাম’।
তিনি আরও বলেন, ‘অমিত গোস্বামীর আলতাফ উপন্যাসটি বাংলা ও ইংরেজি ভাষায় আমরাই প্রকাশ করেছি এবং পাঠকের কাছে এটি গ্রহণযোগ্যতা পেয়েছে। হুমায়ূন লেখার পরিকল্পনা অমিতের দুই বছর আগে থেকেই ছিল। এ নিয়ে প্রচুর গবেষণা করেই লেখা উপন্যাসটি। একটা বিশেষ গুণ আছে উপন্যাসটির সেটা হল এটা নিতান্ত জীবনী হয়ে ওঠে নি। ঘাত-প্রতিঘাত, দ্বন্দ্ব সবই ফুটে উঠেছে বাস্তবতার ছোঁয়ায়। হুমায়ূন আহমেদের জীবনের টুকরো টুকরো ঘটনা নিয়ে তার অনুরাগীদের মধ্যে যে উৎসাহ আছে, এই উপন্যাসটি এক্ষেত্রে সহায়ক হবে।’
লেখক অমিত গোস্বামী এই উপন্যাস নিয়ে মেহের আফরোজ শাওন, আহসান হাবীব এবং হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠ আরও অনেকের সাথে কথা বলেছেন।
কথাসাহিত্যিক অমিত গোস্বামী গত বছর শহিদ আলতাফ মাহমুদের জীবনীর আলোকে লিখেছিলেন আলতাফ উপন্যাস। যা পাঠক মহলে সাড়া জাগিয়েছে।
সারাবাংলা/ টিসি/ এসএস