বাংলা সাহিত্য সম্মেলন- উদ্বোধনে শেখ হাসিনা সমাপনীতে প্রণব
১০ জানুয়ারি ২০১৮ ১২:০৮
ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন ১৪২৪’। ১৩ই জানুয়ারি থেকে ১৫ই জানুয়ারি বাংলা একাডেমির দুটি মিলনায়তন ও বহিরের তিনটি মঞ্চে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। ১৩ জানুয়ারি বিকেল ৩.০০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন। আর ১৫ জানুয়ারি সমাপনী দিনে ভারত সরকারের সদ্য-বিদায়ী রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সম্মেলনের পাশাপাশি বাংলা একাডেমি প্রাঙ্গণে বই ও নানারকম সাহিত্য-সাময়িকী বিক্রয় ও প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। সম্মেলনে মোট ছয়টি সেমিনারে নির্ধারিত বিষয়ে প্রবন্ধপাঠ ও আলোচনা করবেন আমন্ত্রিত ব্যক্তিবর্গ। একাধিক অস্থায়ী মঞ্চে চলচ্চিত্র, নাটক, আবৃত্তি, আবহমান বাংলা গান ও লোক অনুষ্ঠান পরিবেশিত হবে। গল্প ও কবিতাপাঠে অংশ নেবেন নির্বাচিত কবি-কথাসাহিত্যিক ও আলোচকবৃন্দ। অতিথি-দর্শনার্থী ও সাহিত্যিকদের মধ্যে উন্মুক্ত আড্ডার সার্বক্ষণিক আয়োজন থাকবে।
সারাবাংলা/পিএম