Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কবি জসীম উদ্‌দীন সাহিত্য পুরস্কার পেলেন নির্মলেন্দু গুণ


১ জানুয়ারি ২০১৯ ১৭:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাহিত্য ডেস্ক ।।

বাংলা কবিতায় কবি জসীম উদ্‌দীনের অনন্য অবদান স্মরণে বাংলা একাডেমি ২০১৯ সাল থেকে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার প্রদান করতে যাচ্ছে। পুরস্কারের নাম ‘কবি জসীম উদ্‌দীন সাহিত্য পুরস্কার’। আর প্রথমবারের মতো এই পুরস্কার পাচ্ছেন দেশের বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ।

বাংলা ভাষা ও সাহিত্যের যে কোনো শাখায় সার্বিক অবদানের জন্য একজন সাহিত্যিককে এক বছর অন্তর বাংলা একাডেমি প্রবর্তিত এই পুরস্কার দেয়া হবে। পুরস্কারের অর্থমূল্য ২,০০,০০০.০০ (দুই লক্ষ) টাকা।

আগামী ২৮শে ফেব্রুয়ারি ২০১৯ ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৯’-এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে এ পুরস্কার।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএম