Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাশ্বেতা দেবীর জন্মদিনে গুগলের ডুডল


১৪ জানুয়ারি ২০১৮ ১৬:২২

স্টাফ করেসপন্ডেন্ট

দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক প্রয়াত মহাশ্বেতা দেবীর ৯২ তম জন্মদিন আজ। তাঁর জন্মদিনে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এই বিশিষ্ট সাহিত্যিককে। গুগলের ডুডলে আজকের দিনটি উৎসর্গ করা হয়েছে এই মহীয়সী নারীর সম্মানে।

১৯২৬ সালের ১৪ জানুয়ারী বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন এই বিশিষ্ট লেখিকা-সাহিত্যিক-সমাজসেবী।

মহাশ্বেতা দেবী

মহাশ্বেতা দেবীর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার, রুদালি, ঝাঁসির রানি।

লেখালেখির জন্য মহাশ্বতা দেবী পেয়েছেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্মবিভূষণ, পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ বেসামরিক খেতাব বঙ্গবিভূষণ, ম্যাগসাইসাই পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার।

মহাশ্বেতা দেবী ২০১৬ সালের ২৩ জুলাই মারা যান।

সারাবাংলা/পিএম

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর