Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন চার কবি ও লেখক


২৮ জানুয়ারি ২০১৯ ১৬:৫৭ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেশাল করেসপন্ডেন্ট ।।

২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন চার কবি ও লেখক। তারা হচ্ছেন- কবিতায় কাজী রোজী, কথাসাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং মুক্তিযুদ্ধে আফসান চৌধুরী।

২৮ জানুয়ারি বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এ বছর দশটি বিভাগ থেকে চার বিভাগে চারজনকে পুরস্কার প্রদান করা হচ্ছে। বিজয়ী পাবেন সম্মাননা, ক্রেস্ট ও দুই লাখ টাকা।

পহেলা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএম

আফসান চৌধুরী কাজী রোজি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার মোহিত কামাল সৈয়দ মোহাম্মদ শাহেদ হাবীবুল্লাহ সিরাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর