Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীপনকে সম্মাননা জানাবে আইপিএ


১৮ জানুয়ারি ২০১৮ ১২:৫২

স্টাফ করেসপনডেন্ট

ঘাতকের চাপাতির আঘাতে নিহত জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে সম্মানিত করবে আইপিএ- ইন্টারন্যাশনাল পাবলিশার্স এসোসিয়েশন। ফেব্রুয়ারিতে সংগঠনটির ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠিত হবে দিল্লিতে সেখানেই প্রয়াত দীপনকে সম্মাননা জানানো হবে। ১৭ জানুয়ারি আইপিএ-এর তরফ থেকে এক ই-মেইলের মাধ্যমে দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমান জলিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাজিয়া রহমান জলি বলেন, বই প্রকাশের কারণে একমাত্র দীপন ছাড়া পৃথিবীতে আর কোনও প্রকাশককে প্রাণ দিতে হয়নি। আমি চাই বিশ্ব এই ইতিহাস জানুক। আইপিএ কে ধন্যবাদ জানাচ্ছি তারা দীপনের আত্মত্যাগকে সম্মানিত করছে। একই সাথে কৃতজ্ঞতা বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়কের প্রতি। দীপনের বিষয়টি আইপিএ’র নজরে আনতে উদ্যোগী ভূমিকা নেয়ার জন্য।

সারাবাংলা/পিএম

বিজ্ঞাপন

দেশের বাইরে ‘বরবাদ’
১২ এপ্রিল ২০২৫ ২১:২০

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর