Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঞ্জেরী ছোটকাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার ঘোষণা


২৩ মার্চ ২০১৯ ১৫:৫৯

পাঁচ শাখায় পাঁচ শাখায় পাঞ্জেরী ছোটকাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছরের পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন উপন্যাসে আনোয়ারা সৈয়দ হক, মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থের জন্য সেলিনা হোসেন, প্রবন্ধে আনিসুল হক, অলংকরণ শাখায় ধ্রুব এষ ও শিশুতোষ গ্রন্থ প্রকাশের জন্য চন্দ্রাবতী একাডেমি।

২৪ মার্চ, রবিবার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে পাঞ্জেরী ছোটকাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার। ওইদিন দুপুর ১২টায় তেজগাঁওস্থ চ্যানেল আই ভবনে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন পাঞ্জেরী পাবলিকেশন্স এর চেয়ারম্যান কামরুল হাসান শায়ক, ছোটকাকু ক্লাবের সাধারন সম্পাদক আমীরুল ইসলাম ও আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএম

আনিসুজ্জামান আনিসুল হক কামরুল হাসান শায়ক পাঞ্জেরী ছোটকাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার ফরিদুর রেজা সাগর সেলিনা হোসেন হাবীবুল্লাহ সিরাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর