Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার্ক সাহিত্য পুরস্কার পেলেন অধ্যাপক আনিসুজ্জামান


২৯ এপ্রিল ২০১৯ ১৯:২০ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ১৯:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার্ক সাহিত্য পুরস্কার-২০১৯ পেয়েছেন দেশের বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। শ্রীংলংকার কলম্বোয় অবস্থিত সার্ক কালচারাল সেন্টারের সদর দফতর থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ মে সার্কের কালচারাল রাজধানী ভুটানের থিম্পুতে আয়োজিত এক অনুষ্ঠানে ড. আনিসুজ্জামানের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

পুরস্কারপ্রাপ্তির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সারাবাংলাকে ড. আনিসুজ্জামান বলেন, সার্ক সাহিত্য পুরস্কার একটি সম্মানজনক পুরস্কার। এই পুরস্কার পেয়ে আমি আনন্দিত।

সারাবাংলা/পিএম

বিজ্ঞাপন

অধ্যাপক আনিসুজ্জামান থিম্পু ভুটান সার্ক কালচারাল সেন্টার সার্ক সাহিত্য পুরস্কার ২০১৯