পিবিএস-এর আয়োজনে মাসব্যাপী হুমায়ূন মেলা
১ নভেম্বর ২০১৯ ১৬:৩২
বাংলা সাহিত্যের জনপ্রিয়তম লেখক হুমায়ূন আহমেদ। বছর ঘুরে আবার তার জন্মদিনের দ্বারপ্রান্তে আমরা। ১৩ নভেম্বর জাদুকরি প্রতিভার অধিকারি এই লেখকের জন্মদিন। যদিও তিনি নেই আজ ৭ বছর।
হুমায়ূন আহমেদের জন্মদিনকে ঘিরে বইমেলার আয়োজন তার জীবদ্দশাতেই শুরু হয়েছিল। সেসময় হুমায়ূন আহমেদের বইয়ের প্রকাশকেরা মিলে বইমেলার আয়োজন করতো। তিনি লোকান্তরিত হওয়ার পর হুমায়ূন আহমেদের বই নিয়ে মেলার পরিমাণ বছর বছর বাড়ছে। আর তার মূলে আছে হুমায়ূন আহমেদের বইয়ের অব্যাহত পাঠক চাহিদা।
হুমায়ূন আহমেদের জন্মদিনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজধানীতে মাসব্যাপী একটি বইমেলা শুরু হয়েছে। দেশের প্রথম চেইন বুক শপ পিবিএস-এর আয়োজনে মেলা চলবে পুরো নভেম্বর জুড়ে। পিবিএস-এর শান্তিনগর প্রধান শো রুমে আয়োজিত মেলায় হুমায়ূন আহমেদের সব বই কেনা যাবে ৩০ শতাংশ ছাড়ে।