Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ শিশুসাহিত্যিক পাচ্ছেন আবু হাসান শাহীন স্মৃতি পুরস্কার


৪ মার্চ ২০১৮ ১৪:৩০

স্টাফ করেসপন্ডেন্ট ।।

ছোটদের প্রকাশনা প্রতিষ্ঠান সপ্তডিঙা’র পক্ষ থেকে ছোটদের মেলার প্রতিষ্ঠাতা ও ছোটদের পত্রিকার সম্পাদক অকালপ্রয়াত আবু হাসান শাহীন স্মরণে ঘোষণা করা হয়েছে ‘আবু হাসান শাহীন স্মৃতি পুরস্কার’। শিশুসাহিত্যের বিভিন্ন শাখায় মোট ১৪ জনকে এবার পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরস্কার হিসেবে থাকবে শিশুসাহিত্য স্মারক, অভিজ্ঞানপত্র এবং নগদ অর্থমূল্য। এ বছর অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত মোট ১৩টি শাখায় ১৪টি সেরা বইয়ের জন্য এ পুরস্কার প্রদান করা হচ্ছে। বিজ্ঞ বিচারকমণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী এবার যারা পুরস্কার পাচ্ছেন তারা হচ্ছেন-
ছড়াকবিতায়- হাবীবুল্লাহ সিরাজী (মেঘভ্রমণ), গল্পে- আহমেদ জাকির (কাকুকি ও ইশকুল), কিশোর উপন্যাসে- দীপু মাহমুদ (সমুদ্র ভয়ঙ্কর), নাটকে- সাইফুল্লাহ মাহমুদ দুলাল (জাদুকর), মুক্তিযুদ্ধে- রফিকুর রশীদ (বঙ্গবন্ধু শেখ রাসেল ও মুক্তিযুদ্ধের কিশোর গল্প), রূপকথায়- মাহফুজুর রহমান (ইঁদুরছানা বিড়ালছানা) ও সালমা কিবরিয়া (ডাইনির মায়াপুরীতে রাজকুমারী), অনুবাদে- সামিন ইয়াসার (এলিসের অ্যাডভেঞ্চার), জীবনীতে- আশিক মুস্তাফা (জহরলাল নেহরু), সায়েন্স ফিকশনে-মোশতাক আহমেদ (ছায়াস্বর্গ), ভ্রমণে- ফারুক হোসেন (চোখ মেলে রাখি), শিশুসাহিত্যবিষয়ক গবেষণায়- রাশেদ রউফ (বাংলাদেশের কিশোরকবিতা গতিপ্রকৃতি ও অগ্রগতি), সম্পাদনায়- সুবলকুমার বণিক (তেপান্তর), গ্রন্থচিত্রণে- ধ্রুব এষ (ছোট্ট মাটির ঘর)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর