প্রয়াত সাহিত্যিক নিমাই ভট্টাচার্য
২৫ জুন ২০২০ ১৯:৫৬
ঢাকা: প্রখ্যাত সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) পশ্চিমবঙ্গের কলকাতায় তার নিজ বাড়িতে মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ভারতের সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।
নিমাই ভট্টাচার্যের জন্ম ১৯৩১ সালে বাংলাদেশের যশোর জেলায়। তিনি বসবাস করতেন ভারতের পশ্চিমবঙ্গে। দীর্ঘদিন ভারতের দিল্লিতে সাংবাদিক হিসেবেও কর্মরত ছিলেন। বাংলা সাহিত্যে নিমাই ভট্টাচার্যের একাধিক রচনা তাকে পাঠকপ্রিয়তা দিয়েছে। তার রচিত উপন্যাসে সংখ্যা ১৫০ এর বেশি।
তার রচিত উপন্যাস ‘মেমসাহেব’ অত্যান্ত জনপ্রিয় ও পরে তা চলচ্চিত্রে রূপ পায়। এছাড়া ‘মিনিবাস’, ‘মাতাল’, ‘ইনকিলাব’, ‘ব্যাচেলার’, ‘ইমনকল্যাণ’, ‘ডিফেন্স কলোনী’, ‘প্রবেশ নিষেধ’, ‘কেরানী’, ‘ভায়া ডালহৌসী’ ‘হকার্স কর্নার’, ‘রাজধানী এক্সপ্রেস’ ‘নাচনি’, ‘প্রিয়বরেষু’, ‘পিকাডিলী সার্কাস’, ‘কয়েদী’, ‘জংশন’, প্রবেশ নিষেধ, ‘ম্যাডাম’, ‘ককটেল’, ‘আকাশ ভরা সূর্য তারা’, ‘অ্যাংলো ইন্ডিয়ান’ তার উল্লেখযোগ্য রচনা।