Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাঈফ ইবনে রফিকের দ্বিতীয় কবিতার বই প্রকাশিত


২৪ অক্টোবর ২০২০ ১৯:১৪

ঢাকা: `রঙঅন্ধ আয়াতসমূহ` প্রকাশিত হওয়ার প্রায় একযুগ পর আবার প্রকাশিত হয়েছে ছাড়পত্রের নিয়মিত পাঠকপ্রিয় কবি সাঈফ ইবনে রফিকের কবিতার বই ‘এখনও লকডাউন হয়নি কবিতা`। এটি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ।

তবে চমক হচ্ছে, সাঈফ ইবনে রফিকের এবারের বইটি কাগজে মুদ্রিত নয়। ই-বুক আকারে এটি প্রকাশ করেছে জনপ্রিয় আইটি কোম্পানি রিদমিকের অনলাইন বই প্রকাশনা অ্যাপ বইটই। দাম দেশে ২৯ টাকা, বিদেশে ০.৯৯ ডলার।

প্রচুর লেখার পরও প্রকাশিত বইয়ের সংখ্যা কম কেন, এমন প্রশ্নের জবাবে কবি সাঈফ ইবনে রফিক বলেন, ‘আমি বাজারবিমুখ কবি। আমি বিশ্বাস করি, বাজার ব্যবস্থাপনার কূটচালে সাহিত্যের সততাবোধ ক্ষতিগ্রস্ত হয়। বইয়ের বিকল্প বাজার গড়ে না ওঠা পর্যত বাজারি প্রকাশনায় আমার আগ্রহ নেই।’

তাহলে এই বই প্রকাশ করলেন কেন? এর জবাবে তিনি বলেন, ‘করোনাভাইরাসের বিরূপ সময়টাকে ধরে রাখার একটা চেষ্টা আছে কবিতাগুলোতে। জাগতিক বোধের বাইরে যে মহাজাগতিক বিস্ময়, তা তুলে আনার চেষ্টাও করেছি।’

তিনি আরও বলেন, ‘হয়তো সমকালীন তাজা বিষয়কে মহাকালিক রূপ দিতে ব্যর্থ হয়েছি, তবে শত-সহস্র বছর পর আরেক মহামারিতে, আরেক লকডাউনে পাঠক হয়তো এই অনুষঙ্গগুলোই খুঁজবে অনলাইন সাম্রাজ্যে। সঠিক অনুসন্ধানে হয়তো আবারও প্রাসঙ্গিক হয়ে উঠবে কবিতাগুলো! তাই একটা শক্তপোক্ত বাজার নেতৃত্ব দেওয়া ডিজিটাল প্লাটফর্মে কবিতাগুলো রেখে দিলাম।’

বইটি সংগ্রহ করতে নিচের লিঙ্ক কপি করে গুগোলে সার্চ করুন:

এখনও লকডাউন হয়নি কবিতা

করোনা নতুন বই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর