বইমেলায় আসছে ‘জোছনার কফিন’
২০ মার্চ ২০২১ ১৩:২৯
ঢাকা: সময়ের হাত ধরে এগিয়ে যাচ্ছে জীবন। দীর্ঘ বালিয়ারি ডিঙিয়ে খোরশ্রতা নদীর শ্রোতে আশা আকাঙ্ক্ষা স্বপ্নেরা বাসা বাধে। কোনটি স্বপ্ন চূড়ায় পৌঁছে যায়, কোনোটি ম্লান হয় ফিঁকে চাদের আলোতে। মৃত্যু প্রায় এই স্বপ্নগুলোকে কফিন বন্দ করছেন প্রজন্মের তরুণ কবি জামশেদ নাজিম। কালি কলমে বলতে চেয়েছেন না বলা অনেক কথা। চৌষট্টি কবিতায় কবি মনের এলোমেলো ভাবনাগুলো তুলে ধরেছেন ‘জোছনার কফিন’ এ।
এবারের একুশে বই মেলায় এসেছে সাংবাদিক জামশেদ নাজিমের লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘জোছনার কফিন’। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। দুঃখ, হতাশা, দহন, অথবা বিশ্বাসঘাতকতা কিংবা ভালোবাসা থেকে প্রাপ্ত আঘাতপ্রাপ্ত এসবের সামাজিক চিত্র তুলে ধরা হয়েছে এ কাব্য গ্রন্থটিতে। আগামী বৃহস্পতিবার বাংলা একাডেমি বইমেলার প্রথম দিন থেকে অনিন্দ্য প্রকাশ স্টল প্যাভিলিয়ন-৫-এ পাওয়া যাবে বইটি।
কাব্যগ্রন্থ সম্পর্কে জামশেদ নাজিম বলেন, আমার লেখা প্রতিটি বই একটি প্রধান চরিত্রের বিভিন্ন দিকে ছায়া ফেলতে ফেলতে এগিয়ে যায়। ‘জোছনার কফিন’ কাব্য গ্রন্থটিও তাই। এখানে দুঃখ, হতাশা, দহন, অথবা বিশ্বাসঘাতকতা কিংবা ভালোবাসা থেকে প্রাপ্ত আঘাতপ্রাপ্ত এসবের সামাজিক চিত্র তুলে ধরা হয়েছে। বইটি পাঠকের অভিজ্ঞতায় নতুন কিছু মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস।
জামশেদ নাজিম একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করছেন। চ্যালেঞ্জিং এ পেশার পাশাপাশি লেখালেখিও ধরে রেখেছেন তিনি। তার প্রথম উপন্যাস ‘একটি গল্পের গল্প’ ও দ্বিতীয় উপন্যাস ‘গল্পটির বাকি অংশ’। সাংবাদিক হিসেবে সমাজের বিচিত্র অভিজ্ঞতা তার উপন্যাসগুলোতে স্থান পায়। বিশেষ করে ২০২০ সালে প্রকাশিত রহস্য উপন্যাস “আবেগের জলডুবি” বাংলাদেশ ও কলকাতায় পাঠক জনপ্রিয়তা পেয়েছে বাস্তবতার নিরিখে লেখা উপাদানের জন্য।
জামশেদ নাজিমের
প্রথম কাব্যগ্রন্থটির মুখবন্ধতে কলকাতার কবি ও কথা সাহিত্যিক রুদ্র গোস্বামী লিখেছেন, ভালোবাসা থেকে প্রাপ্ত আঘাত, ব্লেডের ধারের মতো মানুষের হৃদয়কে কাটে। ক্ষতবিক্ষত করে। মানুষকে মনখারাপের দ্বীপে টেনে নিয়ে গিয়ে একা করে দেয়। নাজিম জানেন মন খারাপ ওষুধে কমে না, কথা কখনো-কখনো ওষুধের থেকে ভালো কাজ করে। হতাশা কী? আঘাত অথবা বিশ্বাসঘাতকতা থেকে উত্তরণের পথই বা কোথায়? ভালোবাসা অথবা বিষাদ, অথবা আত্মহত্যার মতো মানসিক রোগ-এর সমাধান মানুষের হৃদয় থেকে কতটুকু দূরে? ‘জোছনার কফিন’ কাব্য সংকলনে কবি জামশেদ নাজিম মূলত সেইসব সামাজিক কথাদেরই অনুসন্ধান করতে চেয়েছেন। এই গ্রন্থে কবি মূলত সেইসব কথাদের স্থান দিতে চেয়েছেন যা পাঠককে একটা বোধের ঠিকানায় নিয়ে দাঁড় করিয়ে বলতে পারে, হেরে যাওয়ার থেকে অধিক ভালো ঘুরে দাঁড়ানো।
দুই বাংলার জনপ্রিয় কবি রুদ্র গোস্বামী আশা প্রকাশ করে বলেছেন ‘জোছনার কফিন’ পাঠক মনে শুশ্রূষার মতো করে জায়গা করে নেবে তার নিজস্ব গুণে। এবং আশা রাখি এই কাব্য সংকলনটি লিখেই নাজিম থেমে থাকবেন না। আরও অনুভব আরও প্রেরণা নিয়ে নতুন নতুন কাব্য সংকলনে ঋদ্ধ করবেন আমাদের সাহিত্যভুবন।