Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন মনজিলের খোঁজে নিষাদের ‘মোকসেদুল বাংলা’


২৭ মার্চ ২০২১ ২০:১৯

ঢাকা: অমর একুশে বইমেলায় এসেছে বাংলার রাজনৈতিক ও ঐতিহাসিক পরিভ্রমণের কাব্যরূপ আলমগীর নিষাদের ‘মোকসেদুল বাংলা’। বইটি বাংলার আপন পথের অনুসন্ধানের এক অনবদ্য আখ্যান। এই বইয়ে তিনি নতুন মনজিল ও মকসুদের কথা ভাবছেন। যা এখনও অস্পষ্ট, কিন্তু সমাজ ও সংস্কৃতির ভেতরে অঙ্কুরোদ্গমের অপেক্ষায়।

ঔপনিবেশিকতা, জাতীয়তাবাদ, সেক্যুলারিজম, উচ্চ সংস্কৃতির রাজনৈতিক ও সাংস্কৃতিক বাতাবরণ বাঙালির যে মহাবয়ান তৈরি করেছে, সেই মহাবয়ানের খাদ ও সীমানাগুলো শনাক্ত করেছেন নিষাদ। ‘মোকসেদুল বাংলা’ হয়ে উঠেছে একটি প্রতিরোধী বয়ান বা কাউন্টার ডিসকোর্স।

বিজ্ঞাপন

আলমগীর নিষাদ বলেন, ‘কবিতা নিয়ে আমার হীনমন্যতা প্রবল। অন্যদিকে কবিতার সংজ্ঞাও আমার কাছে কেবল বাক্য-প্রকৌশল নয়। পাঠক বইটি পড়ছে জেনে ভালো লাগছে’।

আদর্শ থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ এঁকেছেন রাজীব দত্ত। দাম ১০০ টাকা। মেলার প্রথম দিন থেকেই বইটি পাওয়া যাচ্ছে আদর্শের স্টল (৩৮, ৩৯, ৪০, ৪১) ও রকমারিসহ বিভিন্ন অনলাইন মাধ্যমেও।

আলমগীর নিষাদের প্রথম কবিতার বই ‘জোছনার ওহি’ প্রকাশিত হয় ২০০৪ সালে কলকাতা বইমেলায়। দ্বিতীয় বই জোছনার ওহি ও অন্যান্য কবিতা একুশে বইমেলায় প্রকাশিত হয় ২০১৪ সালে।

বইমেলা ২০২১

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর