বইমেলায় খায়রুল বাবুইয়ের ‘দুড়ুম’
২০ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০৫
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে পাঠকপ্রিয় তরুণ লেখক খায়রুল বাবুইয়ের গল্পবই ‘দুড়ুম’। প্রকাশ করেছ ‘বাবুই প্রকাশ’।
ভিন্ন স্বাদের আটটি গল্প রয়েছে বইটিতে। গল্পগুলোর শিরোনাম-আয়নাবন্ধু, জোড়া হালি ডজন, বানরের হাতে আবানের বল, কর্ম-ফল, হাসেম কেন হাসে না, মাছি খেলছে কানামাছি, ভাষ্য স্যার এবং দুডুম।
খায়রুল বাবুই বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং প্রযুক্তিপণ্য-নির্ভর হয়ে পড়ায় শিশু-কিশোরেরা ছাপা বই পড়ার প্রতি আগ্রহ হারাচ্ছে। কিন্তু সৃজনশীল বই পাঠের বিকল্প নেই। বছরব্যাপী সবাইকে এই চর্চার মধ্যে থাকা উচিত। রঙিন-স্বপ্নময় দুরন্ত শৈশব-কৈশোর কমবেশি আমাদের সবারই আছে। ‘দুড়ুম’ বইটি সব বয়সীদের পাঠ-উপযোগী। গল্পগুলো পড়ে আনন্দ পাওয়ার পাশাপাশি কল্পনার জগতকে আরও রঙিন করবে বলেই আমার বিশ্বাস।
বইটির প্রচ্ছদ করেছেন পলাশ সরকার। মুদ্রিত মূল্য ১২০ টাকা। বইমেলায় বাবুই-এর স্টল : ২৬১ ঘ-ঙ (শিশু চত্বর)।
বইমেলা ছাড়াও পাঠকরা রকমারি ডটকম (হটলাইন : ১৬২৯৭), বইবাজার ডটকম (১৬৭০৫), অথবা ডটকম (০৯৬১৩-৮০০৮০০) এবং বাবুই (০১৭১৫-৩৩১০৯৮)-এ ফোন করে ঘরে বসেই সংগ্রহ করতে পারবেন বইটি।
সারাবাংলা/এজেডএস