Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুমন মিয়ার `গহীনে শব্দ‘ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

সারাবাংলা ডেস্ক
১৫ মার্চ ২০২২ ১১:১০

অমর একুশে গ্রন্থমেলায় কথা সাহিত্যিক ও সম্পাদক মো. সুমন মিয়ার কাব্যগ্রন্থ `গহীনে শব্দ′ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি প্রকাশ করেছে দেশজ প্রকাশন, স্টল নং ৫৪৩।

বইটিতে মোট ৫৬ টি কবিতা রয়েছে। প্রচ্ছদ অঙ্কন করেছেন কায়সার হামিদ।

বইটির লেখক সুমন মিয়া বলেন, এই কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় মর্মস্পর্শী অন্তর্নিহিতভাব ও মানবিক দিক ফুটে উঠেছে। ধর্মীয়, সামাজিক, প্রবাস জীবন, বহির্বিশ্ব, পরিবেশ, বর্ষা বন্দনা, মুক্তচিন্তা, মানবীয় সম্পর্ক, শ্রমিকের অধিকার ও বাস্তব জীবনের গল্প চিত্রায়িত হয়েছে কবিতার পরতে পরতে।

তিনি বলেন, আশা করি কবিতাগুলো পাঠকের ভালো লাগবে।

সারাবাংলা/এএম

অমর একুশে বইমেলা ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর