Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিরা পারভীন-এর কবিতা


৩০ এপ্রিল ২০২২ ২০:২৮ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ ২০:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালো কাল

 

হাতের ধারে দুটো কবিতার বই
থাকতেই হয়
দুটো পায়ে
উরুসন্ধিতে তিনটি তলোয়ার
মাথার ধারেও কিছু বীজ ধান, কিছু পিঁপড়ের চোখ
কিছু চিনচিন
বুকের ধারে কিচ্ছু না
সে নিজেই সব লিখে নিতে পারে
বেদনা বা সুখ
ঠোঁটের ধারে প্রত্যহ পড়ে থাকে কবিতার করমচা
লালচে সবুজ
ভীষণ অবুঝ যেন তুমি
তোমার মতন বিহ্বল নিপুণ সুগন্ধি যুক্ত নিম
ফুল ভরা ডাল
চোখ বন্ধ করো
দেখবে
তারও আগে ঝরে যাবে অসীম
অনির্বাণ কালো কাল।

সারাবাংলা/এসবিডিই/এএসজি