Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অঞ্জনা সাহা-এর কবিতা


১ মে ২০২২ ১৮:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশ্নাতীত

মন্দ্র স্বরের ধ্বনি-প্রতিধ্বনি অথবা আমার আর্তচিৎকারের
চেয়েও দূরগামী, মেঘনাদ তোমার গর্জমান তীক্ষ্ম আলোকরশ্মি।
কিন্তু তুমি জানো না, আমার হৃদয়
ধাবমান অশ্বারোহীর চেয়েও বেগবান এবং অধিক দূরগামী।
আপাতদৃষ্টিতে তোমার গর্জনের দাপটে স্তব্ধতায়
রিক্ত হ্রদের অধিক জলশূন্য এই কোটরাগত চোখ
স্থির করে দিলেও অন্তরে সে ঋজু আর অধিক সচল।
উদাসীন বাতাসের মতো অদৃশ্য, অথচ ছুটে যায়
দৃশ্য থেকে দৃশ্যান্তরে একা একা।
সমুদ্র কি জানে, সম্ভাব্য ঢেউগুলো আর্তনাদ করে
ছুটে আসে কেন তার রিক্ত বালুতটে?

সারাবাংলা/এসবিডিই/এএসজি

অঞ্জনা সাহা অঞ্জনা সাহা-এর কবিতা ইদ ২০২২ ইদ আয়োজন ২০২২ ইদ সংখ্যা ২০২২ ইদুল ফিতর ২০২২ প্রশ্নাতীত