Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঈন মুরসালিন-এর কবিতা


২ মে ২০২২ ১১:০৫ | আপডেট: ২ মে ২০২২ ১২:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেগে উঠার গান

রাতের আঁধারের বুকে গতকাল কতটা কষ্ট ছিল দেখেনি কেউ
আঁধারের সামিয়ানা ভেদ করে পৃথিবীতে নেমে আসে সূর্যের তীব্র আলো
আমরা আড়মোড়া ভেঙে জেগে উঠি
পরম মমতায় আমাদের সমস্ত অঙ্গে ছুঁয়ে যায় কোমল বাতাস
সূর্যের আলো কিংবা কোমল বাতাস অকৃপণভাবে বিলিয়ে দেয় নিজেকে
কিন্তু আমরা কি কখনো এই প্রাপ্তির কথা ভেবেছি?
এই যে সূর্যের আলো
কোমল বাতাস
গোধূলির সৌন্দর্য
পাখির কুজন
নদীর কলতান
কিংবা বৃক্ষের কথা?
আমরা জেনে বুঝেও নৃশংসভাবে নষ্ট করে দিচ্ছি আমাদের পরিবেশ।

জন্ম যখন হয়েছে আমার এই শ্যামল বাংলায়-
তবে আমি কতটুকু ভালোবেসেছি এই দেশ, ভাষা আর মানুষকে!

আমার উঠোনে বাংলা ছাড়া আর কোনো ভাষা নেই
আমার উঠোনে বাংলাদেশ ছাড়া আর কোনো দেশ নেই
আমার উঠোনে বাঙালি ছাড়া আর কোনো মানুষ নেই।

বিজ্ঞাপন

যখন আমাদের পূর্বসূরীগণ সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন
কোনটা দেশ, কোনটা ভাষা, কে আমার আপনজন?
তখন আমার সামনে এসে পড়েছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই ভূখণ্ড।
অনেক রক্ত ঝরিয়ে পেয়েছি এই বাংলাদেশ
অনেক রক্ত ঝরিয়ে পেয়েছি এই ভাষা
তারপরও কি এই দেশ আমাদের নয়?
আমরা শুধু হিংসে করে যাচ্ছি জনে জনে-দলে দলে-
কেনো এই অন্ধ প্রতিযোগিতা?
একবারও ভেবে দেখছি না- অনেক তো পেলাম, কি দিয়েছি এই দেশকে?

মাকড়শার জীবন কিংবা কলাগাছের জীবনকে পাঠ করতে শিখুন
নিজের জন্য নয়; শুধু অন্যকে বিলিয়ে দিতেই জীবন উৎসর্গ করছে-

আমরা আরও একবার ভাবব!
কোনো প্ররোচণায় নয়, শুদ্ধ হয়ে নিজেকেই প্রশ্ন করব
রাজনীতি নয়, রাষ্ট্র নয়, ক্ষমতার লালসা নয়
আমরাই গড়ে নেব আমাদের নিরাপদ আবাসভূমি।

শিক্ষা, চিকিৎসা, ভর্তি বাণিজ্য
চাঁদাবাজি, হঠকারিতা আমরাই বন্ধ করব-
আসুন আমরা নিজের কাছে নিজেই প্রতিজ্ঞাবদ্ধ হই।

জন্ম যখন হয়েছে আমার এই সোনার বাংলায়-
তবে আমি কতটুকু ভালোবেসেছি এই দেশ, ভাষা আর মানুষকে!

আমার এই বুকে বাংলা ছাড়া আর কোনো ভাষা নেই
আমার এই বুকে বাংলাদেশ ছাড়া আর কোনো দেশ নেই
আমার এই বুকে বাঙালি ছাড়া আর কোনো মানুষ নেই।

সারাবাংলা/এসবিডিই/এএসজি

ইদ ২০২২ ইদ আয়োজন ২০২২ ইদ সংখ্যা ২০২২ ইদুল ফিতর ২০২২ জেগে উঠার গান মঈন মুরসালিন মঈন মুরসালিন-এর কবিতা সারাবাংলা ইদ আয়োজন ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর