পরিণতি
… তারপর ‘একদিন’ ম্লানছবি গণযোগাযোগে
… তারপর ‘দুইদিন’ বন্ধুদের শোকের উচ্ছ্বাসে
… তারপর ‘কিছুদিন’ ছেড়াজীর্ণ বইয়ের পাতায়
… তারপর ‘কিছুদিন’ অসমাপ্ত কবিতার পাশে
… তারপর ‘বহুদিন’ নেই আর কোনো অবস্থানে
… তারপর ‘চিরদিন’ অবিভক্ত অন্ধকার রাখো
আগুনের আঁচ হোক, হতে পারে বরফের চাঁই
প্রথম প্রেমের মতো নিরাসক্ত নির্বিকার থাকো
দুর্মর পরিণতি হে, তোমাকে আমি ঠিক চিনেছি