অসীম সাহা-এর কবিতা
৩ মে ২০২২ ১৫:৪৯
পতন
অবিমৃশ্যকারিতার স্মৃতি ভুলে গেলে
যে-পাথর জমে ওঠে বুকের ভেতরে, তার ছলাকলা
ক্রমশ বিদীর্ণ করে স্বদেশের মাটি।
মানুষের বিস্মৃতি প্রাচীন জলের মতো ঘিরে রাখে
সমুদ্রের ঢেউ-ধীবরেরা ফিরে আসে ঘরে।
জাহাজের মাস্তুলে তরঙ্গ আছড়ে পড়ে, ডুবে যায়
টাইটানিকÑনিদ্রার ভেতরে ডোবে মাতাল তরণী।
ভেঙে পড়ে রাজ্যপাট, নোনা জলে ডুবে যায় সবুজ প্রান্তর,
জ্বলে ওঠে দাবানল, আশ্চর্য নীরবতা
গ্রাস করে মানচিত্র, বদলে যায় ভূগোলের ভূমি।
রমণীর নিদ্রা ভাঙে না। কলার ভেলার ’পরে
ভেসে যায় শবদেহ, ভেসে যায় নির্মম নিয়তি।
অবশেষে ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়-
অবিমৃশ্যকারিতার স্রোতে ডুবে যায়
ছিন্ন-মস্তক হাতে ধাবমান আমাদের উদ্ধত রমণী।
সারাবাংলা/এসবিডিই/এএসজি
অসীম সাহা অসীম সাহা-এর কবিতা ইদ ২০২২ ইদ আয়োজন ২০২২ ইদ সংখ্যা ২০২২ ইদুল ফিতর ২০২২ কবিতা পতন সারাবাংলা ইদ আয়োজন ২০২২