অঞ্জন আচার্য-এর অনুগল্প ‘জমজ জুতো’
৩ মে ২০২২ ১৭:২৬
কচুরিপানার গায়ে গায়ে ভাসছিল জুতোটি। লাল রঙের সাদা ফিতার ছোট্ট পায়ের মেয়েলি জুতো। প্রথমটায় দেখে বুঝতে পারেনি আয়েশা। ভেবেছিল, ছুড়ে ফেলা কোনো খেলনা কারো। পাড়ের কাছে আসতেই চোখে পড়লো সেটি। একটু দূরে দেখতে পেল একই রকম আরেকটি জুতোও ভাসছে। তবে সেটি নীল রঙের, সাদা ফিতার। জমজ জুতো, রংটাই কেবল আলাদা।
গত রাতে এখানেই ট্রলারটি ডুবেছিল। সবুজ ও আয়েশা সাঁতার জানতো। মিতি ও দিতি জানতো না। সবুজের পিঠে ছিল মিতি, আয়েশার হাতের বেড়ে দিতি। হঠাৎ জলের তরঙ্গে মিলিয়ে গেল সব। কান্না জড়ানো গলায় ‘মা’ বলে চিৎকার শোনা যায়। ভয় জড়ানো গলায় শেষবার ‘বাবা’ বলেও ডেকেছিল কেউ।
ভাসমান জুতো জোড়া তুলতে গিয়ে ট্রলারের ভার অনুভব করে সবুজ ও আয়েশা।
সারাবাংলা/এসবিডিই/এএসজি
অঞ্জন আচার্য অঞ্জন আচার্য-এর অনুগল্প ‘জমজ জুতো’ অনুগল্প ইদ ২০২২ ইদ আয়োজন ২০২২ ইদ সংখ্যা ২০২২ ইদুল ফিতর ২০২২ জমজ জুতো সারাবাংলা ইদ আয়োজন ২০২২