Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্বাসমূল আর্টের সমকালীন শিল্পানুশীলন

সাহিত্য ডেস্ক
২৪ মে ২০২২ ২০:৪৬ | আপডেট: ২৪ মে ২০২২ ২০:৫১

শ্বাসমূল আর্টের আয়োজনে ৭দিনব্যাপী ‘প্রকৃতি পাঠ ও নির্মিতি’ শিরোনামে লোক-জীবনভিত্তিক সমকালীন শিল্পানুশীলন শুরু হয়েছে গত ২১ মে (শনিবার)।

৩য় বারের মত এই আয়োজন চলছে দাকোপ উপজেলার চান্নির চক গ্রামে।

এই আয়োজন চলবে আগামী ২৮ মে (শনিবার) পর্যন্ত।

এতে অংশ নিয়েছেন ঢাকা চারুকলা ইনস্টিটিউট, শান্তি নিকেতন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র ছাত্রী ও গ্রামের শিল্পানুরাগী মানুষরা।

শিল্পানুশীলন শেষে শিল্পকর্মের প্রদশর্নী হবে ২৭ মে (শুক্রবার) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

আরো