Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুমিত্র নাথের কবিতা


১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩৬ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩৭

বনসাই জীবন
সুমিত্র নাথ

একটা ডানা ভাঙা পাখিজীবন
চাইলেই ওড়া যায় না মনের মতন,
চাইলেই উন্মুক্ত আকাশে মেলা হয় না
আপন সত্তা।

শেকলে বন্দী যে জীবন পেরিয়ে যায়
সেই পাখির জন্য ভীষণ দুঃখ জমে,
দুঃখের ভারে ভারী হয় সিন্দুক।

কষ্টে মোড়ানো কালচে যাপন ছেড়ে
উড়ে যেতে চায় পাখি,
কিন্ত সময় ছেড়ে কথা কয় না।
শিকলের টানে ওড়া হয় না পাখিরও।

যে জীবন ফড়িংয়ের মতো উড়ে বেড়ানোর
কোনো এক গাছের ডালে-পাতায়, ফুলে;
বাস্তবতার কোটরে আটকা বনসাই জীবন।

এমন জনম চায় না কেউ
যার কোনো শাখা নেই।
যার অস্তিত্ব হারিয়ে যায় ঝড়ে,
যাকে ভেঙেচুরে ফেলে ভূকম্পন।

আহা জীবন
এ কেমন অস্তিত্ব তোমার,
এ কেমন সত্তা!

সারাবাংলা/এজেডএস/এসবিডিই

বনসাই জীবন সুমিত্র নাথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর