Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাহস রতনের ‘কোভিড পজিটিভ’

নাইস নূর
২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪০

করোনাকালীন অভিজ্ঞতা নিয়ে সাহস রতন লিখেছেন একটি বই। নাম ‘কোভিড পজিটিভ’। বইটির প্রচ্ছদ করেছে মোস্তাফিজ কারিগর। মূল্য ৩২০ টাকা।

বইটিতে মোট ২৩টি গল্প রয়েছে। গল্পগুলোর শিরোনাম হলো ‘লোকডাউন দিনলিপি’, ‘ঘেউ ঘেউ’, ‘দারোয়ান’, ‘সিজোফ্রেনিক ভাবনা’, ‘দক্ষিণমুখী ফ্ল্যাট’, ‘চাউলের পাটিগনিত’, ‘করোনা কাঙাল’, ‘বিরংতিকর ভালোবাসা’, ‘বেড়ালছানার প্রতিবাদ’, ‘ফুরসত’, ‘আশা নিরাশা’, ‘আই হাসান’, ‘বিপরীতমুখী জীবন’, ‘ব্ল্যাকহোল’, ‘ফিরতি যাত্রা’, ‘রাজনৈতিক করোনা’, ‘পলায়ন’, ‘শিকারী’, ‘বলপেন’. ‘নামকরণ’ ‘ভলকানাইজিং’, ‘ডগম্যান’ ‘কোভিট পজেটিভ’।
বইটতে উৎসর্ পাতায় লেখক লিখেছেন ‘যারা কোভিড আক্রান্ত হয়ে এই সুন্দর পৃথিবী ছেড়ে অনন্তকালের অজানায় পাড়ি জমিয়েছেন,তাদের বিদেহী আত্মার শান্তি কামনায়…’।

বিজ্ঞাপন

বইয়ের ভূমিকায় লেখক জানান, ‘প্রিয় পাঠক, কোভিডের ভালো দিকগুলো বুঝতে ‘কোভিড পজেটিভ’ গ্রন্থের ভেতরটা ঘুরে আসুন’।
এবার অমর একুশে বইমেলায় ‘কোভিড পজিটিভ’ বইটি সাহস পাবলিকেশন্সে পাওয়া যাচ্ছে।

সারাবাংলা/এসবিডিই

বইমেলা ২০২৩ সাহস রতনের ‘কোভিট পজিটিভ’