খুঁজে ফিরি তোমায়
নিতাই পদ বণিক
১৭ মার্চ ২০২৩ ১৩:৩৭
১৭ মার্চ ২০২৩ ১৩:৩৭
বিনিদ্র রজনী শেষে
ভোরের সোনালী সূর্যোদয়ে
সন্ধ্যাকাশের তারায় তারায়
বঙ্গবন্ধু শেখ মুজিব
খুঁজে ফিরি তোমায় ।
যুদ্ধের ময়দানে
পাখিদের কলতানে
কবির প্রিয় কবিতায়
বঙ্গবন্ধু শেখ মুজিব
খুঁজে ফিরি তোমায় ।
শিল্পীর তুলিতে পাখির গানে
ফসলের মাঠে, লাঙ্গলের ফলায়
বঙ্গবন্ধু শেখ মুজিব
খুঁজে ফিরি তোমায় ।
শিশির সিক্তপল্লবে
বয়ে যাওয়া নদী
কূলু কূলু রবে,
পতপত শব্দে উড্ডীন পতাকায়
বঙ্গবন্ধু শেখ মুজিব
খুঁজে ফিরি তোমায় ৷
ফুল যখন ফোটে
কূল বধু হেটে যায়
পাখি যখন উড়ে
দূর-নিলীমায়,
বঙ্গবন্ধু শেখ মুজিব
খুঁজে ফিরি তোমায় ।
সারাবাংলা/এসবিডিই