শয়তানকে বন্দী করায় বেড়েছে মুশকিল
৩০ মার্চ ২০২৩ ১৬:০০
রোজার পরে রোজা আসে, রোজার মাসে, স্যার!
শয়তানকে বন্দি করার বুদ্ধিখানা কার?
প্রশ্ন কি আর এমনি করি! দেখেন, খোলেন চোখ
রোজার মাসে বাজার জুড়ে কান্না এবং শোক!
মাসটা জুড়ে কোনখানে নেই বলে শয়তান
ব্যবসায়ীরা দখল নিল সেই শূন্যস্থান!
দাম বাড়াল সকল কিছুর, দেখছি আজব খেল
কান্না আসে কিনতে গেলেই পেঁয়াজ, মরিচ, তেল!
ইচ্ছা করে বাজার ফেলে বাসায় লাগাই ছুট
লম্ফ দিয়ে দাম বেড়েছে বেসন, ছোলাবুট!
প্যাকেট চিনি কিনতে পারি! খুঁজতে বেরোই লুজ
ওজন মেপে চলছে বেচা বাঙ্গি ও তরমুজ।
আঙুর, আপেল বিদেশি ফল তাই বাড়াল দাম?
এগারো মাস দেশি ফলে ছিল না বদনাম।
কলার ডজন দেড়শ টাকা! পেঁপের তো নাই ঠিক
দাম বাড়ানোয় ব্যবসায়ীরা নির্ভয়-নির্ভীক।
দ্বিগুন দামে চলছে বেচা আজওয়া, মেডজুল!
ইফতারিতে খেজুর খাওয়ার ইচ্ছা করাই ভুল।
কেনা কঠিন জামা-কাপড় স্যান্ডেল বা ব্যাগ
পুরান ট্যাগের ওপর বসায় বেশি দামের ট্যাগ!
কারণ ছাড়াই দাম বেড়েছে গরু-খাসির গোশ
শয়তান তো বন্দী এখন, কার ঘাড়ে যায় দোষ?
সব বাজারেই ব্যবসায়ীরা নাড়ছে বসে লেজ
রোজার মাসেই বাড়তে হবে বেগুন, আলুর তেজ?
রোজার মাসের সঙ্গে কোথায় অন্য মাসের মিল!
শয়তানকে বন্দী করায় বেড়েছে মুশকিল!
রোজার মাসে শয়তানকে বন্দী করার রায়
যে দিয়েছে সে যেন তার মতখানা বদলায়।
সারাবাংলা/এসবিডিই