Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুশল ভৌমিকের কবিতা ‘একাব্বর সমীপে’

কুশল ভৌমিক
১১ এপ্রিল ২০২৩ ২০:৫৩

এত গোলাপ ফুটিয়ে কী হবে একাব্বর
মানুষ যদি না ফোটে?
যদি পাখিজন্মের প্রত্যাশায় দু-হাত প্রসারিত করে
আর কেউ না তাকায় আকাশের দিকে
যদি দলবেঁধে বালিকারা না তোলে শিউলি ফুল
যদি শিশুর হাসির শব্দ চৌকাঠ না পেরোয়
যদি লালপিঁপড়ের মতো যে কেউ মাড়িয়ে দিলেই
আমরা মরে যাই
যদি হাতে ধরিয়ে দেওয়া সমুদ্রটা আঙুলের ফাঁক গলে
বারবার বালিতে পড়ে যায় আর আমরা
মুখ গুঁজে পড়ে থাকি মৃত শামুকের মতো
যদি চিন্তার দীনতা নিয়ে শেকল পরি পায়
আর মূর্খের হাতে নাচে জেহাদের জুলফিকার
তাহলে আমাকে বল একাব্বর
এইসব গোলাপ কি ছড়াবে সৌরভ?

বিজ্ঞাপন

তুমি তো দক্ষ হাতে ফোটাচ্ছ গোলাপ
এই পোড়া দেশে মানুষ ফোটাবে কে?

 

বৈশাখী আয়োজনের আরও কবিতা পড়তে:

অচিন্ত্য চয়নের কবিতা ‘জলঠোঁটে আরোপিত হাসি’

চামেলী বসুর কবিতা ‘অগাধ শূণ্যতায় ডুবে যাবার আগে’

শৈবাল তালুকদারের কবিতা ‘তৃষ্ণা’

মনিরুজ্জামান মিন্টুর কবিতা ‘জন্মদিন’

মাশরুরা লাকীর কবিতা ‘এতো অল্প বৃষ্টি’

আব্দুল্লাহ আল মুক্তাদির-এর গুচ্ছ কবিতা

শাশ্বতী মাথিনের কবিতা ‘একান্ত এগুলো’

হাবিব ইবনে জাহানের কবিতা ‘সাতরঙা ভালবাসা’

অমিত বণিক-এর দুটি কবিতা

মোহাম্মদ নাদিমের কবিতা ‘আমার কোনো গ্রাম নেই’

রেজা রাজার দুটো কবিতা

মোহসেনা শাওনের কবিতা ‘মুক্তি চাই’

সারাবাংলা/এসবিডিই

একাব্বর সমীপে কবিতা কুশল ভৌমিক বৈশাখী আয়োজন বৈশাখী আয়োজন ১৪৩০ সাহিত্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর