অমিত বণিক-এর দুটি কবিতা
১১ এপ্রিল ২০২৩ ২০:৫৯
হে বৈশাখ
ভরিয়ে দাও ছড়িয়ে দাও,
আনন্দের বার্তা সবার মাঝে।
মুছে দাও সকল গ্লানি,
যতো দুঃখ বেদনা জরা ধুয়ে দাও।
উড়ে যাক সকল কালো অন্ধকার
আলোকিত হোক এ ধরনী আলোর বন্যায়।
হে বৈশাখ তুমি এসো সমুদ্রের ঝর্ণা হয়ে,
তুমি এসো কল্পনার কল্পলোকে।
স্বপ্নের বর্ণীল আলোর ঝলকানিতে,
এসো হে বৈশাখ এসো এসো
সকলের তরে আনন্দের বার্তা নিয়ে।
তোমার আগমনে
হে বৈশাখ, তোমার আগমন নির্ঝরিত আকাশে
ফুলের শীতল বাতাসে ভরা মেলা-মাস,
চোখে চোখে স্বপ্ন গড়া ফুলের পাকা ফাঁদে
সময়ের হাওয়া নিয়ে যাব তোমায় নিবেদন।
হে বৈশাখ, তোমার আবির্ভাব সূর্যদের উৎসব
ফুলের শুভরঙের ফুল ফোটানো প্রকৃতির প্রবণ,
দিনের উজ্জ্বল প্রভাতে বাতাসের গানের সুর
জীবনের রঙ নিয়ে আসবে তোমার সাজ-সাজে।
হে বৈশাখ, তোমার দিন হল নববর্ষের সন্ধ্যা
প্রেমভরা হৃদয় স্নেহবিন্দুর সুখে হেসে,
সকল মনের অভিশাপ ও দুঃখ হোক শেষ
সুখ ও সান্ত্বনা নিয়ে সবাই উল্লাসিত হেসে।
হে বৈশাখ, তোমার পাখি গান গায় পৃথিবীতে
আবির্ভাবের সুখ নিয়ে সবার হৃদয় ফুলে ফুটে,
সময়ের অভ্যুদয়ে সকল অভিজ্ঞতা সেদিন মুছে
তোমার আগমনে সবাই হবে নির্মল ও নবীন রূপ।
বৈশাখী আয়োজনের আরও কবিতা পড়তে:
অচিন্ত্য চয়নের কবিতা ‘জলঠোঁটে আরোপিত হাসি’
চামেলী বসুর কবিতা ‘অগাধ শূণ্যতায় ডুবে যাবার আগে’
শৈবাল তালুকদারের কবিতা ‘তৃষ্ণা’
মনিরুজ্জামান মিন্টুর কবিতা ‘জন্মদিন’
মাশরুরা লাকীর কবিতা ‘এতো অল্প বৃষ্টি’
আব্দুল্লাহ আল মুক্তাদির-এর গুচ্ছ কবিতা
শাশ্বতী মাথিনের কবিতা ‘একান্ত এগুলো’
হাবিব ইবনে জাহানের কবিতা ‘সাতরঙা ভালবাসা’
কুশল ভৌমিকের কবিতা ‘একাব্বর সমীপে’
মোহাম্মদ নাদিমের কবিতা ‘আমার কোনো গ্রাম নেই’
মোহসেনা শাওনের কবিতা ‘মুক্তি চাই’
সারাবাংলা/এসবিডিই
অমিত বণিক এর দুটি কবিতা কবিতা বৈশাখী আয়োজন বৈশাখী আয়োজন ১৪৩০ সাহিত্য