Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাবিব ইবনে জাহানের কবিতা ‘সাতরঙা ভালবাসা’

হাবিব ইবনে জাহান
১১ এপ্রিল ২০২৩ ২১:১০ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ২০:২৬

পাখির নীড়ের মতো চোখ থাকলেই
পাখির মতো অসীম দিগন্তে হারাবার
হৃদয় তৈরি সহজ নয়।

কোকিলের মতো কন্ঠ থাকলেই
হৃদয়বীণার সুর বাঁধা
সবার কাজ নয়।

শত পুরুষের আকাঙ্খার
অজেয় পর্বত চূড়া
আর হেলেনের মত রূপ থাকলেও
ট্রয়ে রাণী খুঁজে পাওয়া ভার।

ঘাসফুলে বেণী করে
রাজকন্যার রাজসিক অনুভূতিগুলো
হেঁসেলে ঝেড়ে কখনও যদি
আটপৌরে শাড়ি পরে হাত বাড়াও

হয়তো তখন চেরাগের দৈত্যের পিঠে চড়ে
রোজকের আলাদিন তোমায়
সাতরঙে রাঙিয়ে দেবে।

 

বৈশাখী আয়োজনের আরও কবিতা পড়তে:

অচিন্ত্য চয়নের কবিতা ‘জলঠোঁটে আরোপিত হাসি’

চামেলী বসুর কবিতা ‘অগাধ শূণ্যতায় ডুবে যাবার আগে’

শৈবাল তালুকদারের কবিতা ‘তৃষ্ণা’

মনিরুজ্জামান মিন্টুর কবিতা ‘জন্মদিন’

মাশরুরা লাকীর কবিতা ‘এতো অল্প বৃষ্টি’

আব্দুল্লাহ আল মুক্তাদির-এর গুচ্ছ কবিতা

শাশ্বতী মাথিনের কবিতা ‘একান্ত এগুলো’

অমিত বণিক-এর দুটি কবিতা

কুশল ভৌমিকের কবিতা ‘একাব্বর সমীপে’

মোহাম্মদ নাদিমের কবিতা ‘আমার কোনো গ্রাম নেই’

রেজা রাজার দুটো কবিতা

মোহসেনা শাওনের কবিতা ‘মুক্তি চাই’

সারাবাংলা/এসবিডিই

কবিতা বৈশাখী আয়োজন বৈশাখী আয়োজন ১৪৩০ সাতরঙা ভালবাসা সাহিত্য হাবিব ইবনে জাহান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর