মনিরুজ্জামান মিন্টুর কবিতা ‘জন্মদিন’
১২ এপ্রিল ২০২৩ ১৭:৩১
গতরাতে শিথানে রূপার ঘুঙুর খুলে রেখে
একটি নক্ষত্র ঘুমিয়ে পড়েছিল জলের শরীরে
বহুকাল হয়ে ওঠেনি পত্রালাপ
শীতের কুয়াশা মাখা মেঠোপথ
আর পার্বণের সুহৃদ পৌষ কিংবা চৈত্র সংক্রান্তি।
গল্পের মায়াজালে সুয়োরানী- দুয়োরানী
জেগে থাকে আমাদের বাঁধভাঙ্গা দূরন্ত শৈশব
কেউ ছায়া হয়ে আমার মুখোমুখি দাঁড়ায়
তালপাতার মর্মরিত বাঁশির গানে
গান শোনাই
ও জন্মদিন, দ্বিধাগ্রস্ত মোম তোমার দিকেই
ফিরে ফিরে যাই।
বৈশাখী আয়োজনের আরও কবিতা পড়তে:
অচিন্ত্য চয়নের কবিতা ‘জলঠোঁটে আরোপিত হাসি’
চামেলী বসুর কবিতা ‘অগাধ শূণ্যতায় ডুবে যাবার আগে’
শৈবাল তালুকদারের কবিতা ‘তৃষ্ণা’
মাশরুরা লাকীর কবিতা ‘এতো অল্প বৃষ্টি’
আব্দুল্লাহ আল মুক্তাদির-এর গুচ্ছ কবিতা
শাশ্বতী মাথিনের কবিতা ‘একান্ত এগুলো’
হাবিব ইবনে জাহানের কবিতা ‘সাতরঙা ভালবাসা’
কুশল ভৌমিকের কবিতা ‘একাব্বর সমীপে’
মোহাম্মদ নাদিমের কবিতা ‘আমার কোনো গ্রাম নেই’
মোহসেনা শাওনের কবিতা ‘মুক্তি চাই’
সারাবাংলা/এসবিডিই
কবিতা বৈশাখী আয়োজন বৈশাখী আয়োজন ১৪৩০ মনিরুজ্জামান মিন্টু মনিরুজ্জামান মিন্টুর কবিতা ‘জন্মদিন’ সাহিত্য