দীপংকর দীপকের কবিতা ‘অবিশ্বাস’
১৩ এপ্রিল ২০২৩ ১৭:৪৯
তুমি যখন তোমার শিশুসন্তানকে নিয়ে বিছানায় শুয়ে থাকো
তখন তোমার ঘুমন্ত সন্তান সজোরে তোমার হাত চেপে ধরে
হাজার দিন এমন ঘটলেও, একবারও কী ভেবে দেখেছ, কারণটা কী?
হ্যাঁ, হ্যাঁ, অবিশ্বাস!
তুমি বাবা কিংবা মা, যেই হও, তোমাকে শতভাগ বিশ্বাস করতে পারে না তোমার কোলের সন্তান
তারপরেও তুমি সন্তানের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে চলো প্রতিনিয়ত
এই কারণে সন্তানেরা বড় হয়ে খুঁজে ফেরে একজন বিশ্বস্ত সঙ্গী
ব্যর্থ হলে ফের খুঁজে, এভাবে চলতে থাকে খোঁজাখুঁজির পালা
মূলত এই পৃথিবী একটা বিশ্বাস-অবিশ্বাসের গোলকধাঁধা
এই রহস্য জেনে তোমার মনটা উসখুস করে উঠল, তাহলে
তুমি যার সঙ্গে থাকো সেই সঙ্গীটি তোমার কতটা বিশ্বস্ত?
আজ রাতেই তার বিশ্বাসের একটা পরীক্ষা নিলে কেমন হয়
কিন্তু সাবধান, জেনে রাখো
বিশ্বাস-অবিশ্বাসের এই খেলা, আগুন নিয়ে খেলার চেয়ে শতগুণ ভয়ংকর।
সারাবাংলা/এসবিডিই
গল্প-উপন্যাস দীপংকর দীপক দীপংকর দীপকের কবিতা ‘অবিশ্বাস’ বৈশাখী বৈশাখী আয়োজন বৈশাখী আয়োজন ১৪৩০ সাহিত্য