আয়শা জাহান নূপুরের ‘আমার কি অসুখ, বলো?’
১৩ এপ্রিল ২০২৩ ১৮:০১
এদিকে চেয়ে দ্যাখো, কিছু ধুম্রজাল।
পুইঁয়ের লতার মতো ভরে গেছে চাল।
আধাঁরের শার্শি বেয়ে নেমে আসে কুয়াশার ক্ষেতে।
আমিও ধবল তুলো, উড়ে বাঁচি আকাশ মুখে নিয়ে।
আমার কি অসুখ, বলো?
টুপটাপ দিঘির জলে শিশিরের ক্ষয়।
পদ্মের পাতাখানি শরীর ছড়ায়,
বড় বেশি লোভ তার গন্ধ যদি পায়।
আমিও পেতে চাই ততটুকু ঘ্রান,
যতটুকুই ভেসে ওঠে সুপেয় পরাণ।
আমার কি অসুখ, বলো?
এরপর চেয়ে দ্যাখো মাটিতে,
চোখ রাখো গভীরে, যেথায় কর্মফল।
অন্তরে বিপ্লব হলে লাভা বের হয়,
ভিতরের ঘরগুলি জ্বলে থাকে,
বারোমাসি প্রেম বুকে তার।
আমিও পেতে চাই অভিমানী ঝড়,
বজ্রের চিৎকারের ভাঙ্গুক এপাড় ওপার।
আমার কি অসুখ, বলো?
এই দিকে চোখ তোলো,
দ্যাখো আকাশের দেয়ালে ঝুলে থাকা জোছনার ফুল।
মাঝেমাঝে খসে পরে আলোময় পথ থেকে,
দিক ভুলে ছুটে চলে সড়ক বেপুথ।
আমিও পেতে চাই আলোকিত রাত,
তোলপাড় ঢেউ এসে ছুঁয়ে যাক বুক।
আমার কি অসুখ, বলো?
তারচেয়ে এই ভালো-
কেউ এসে বুঝে নিক, দেখে দিক মুখ,
কানে কানে বলে যাক, আমার কি অসুখ!
সারাবাংলা/এসবিডিই
আয়শা জাহান নূপুর আয়শা জাহান নূপুরের কবিতা ‘আমার কি অসুখ বলো?' কবিতা বৈশাখী আয়োজন বৈশাখী আয়োজন ১৪৩০ সাহিত্য