সুবর্ণ আদিত্যর কবিতা ‘হাসিশিল্প’
১৩ এপ্রিল ২০২৩ ১৮:১৪
আরও হাওয়া যায়, আসে
আমাদের কাছে না আলো
কেবল নিভু নিভু করছে ক্ষুধা
তুমি ধরো—তুলে রাখো গোপন ড্রয়ার
আর আমি ক্রমেই হয়ে উঠি
যে কোনও গাঁয়ের হস্তশিল্প
এভাবেই দূরত্ব বাজুক—
কিংবা কাছে আসতে চাইলে
ছিঁড়ে দিও সুতো
কাটাকাটিতে শুধুই রক্ত।
সারাবাংলা/এসবিডিই
কবিতা বৈশাখী আয়োজন বৈশাখী আয়োজন ১৪৩০ সাহিত্য সুবর্ণ আদিত্য সুবর্ণ আদিত্যর কবিতা ‘হাসিশিল্প’