Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোজাম্মেল হক নিয়োগীর ‘দেয়াল আর মোমের পুতুলের গল্প’

মোজাম্মেল হক নিয়োগী
১৪ এপ্রিল ২০২৩ ০৯:৩২

ওদের সম্পর্কটা এখন বেশ শীতল।
বিবাহিত জীবনের পনেরো বছরের মধ্যেই সম্পর্ক এমন শীতল হয়ে যাবে মাঝে মাঝে ওরা ভাবলেও রহস্য উদঘাটনের জন্য দুজনের কারোর কোনও তৎপরতা দেখা যায়নি। মনে হয় সারাদিন হাড়ভাঙা খাটুনিতে সন্ধ্যায় ক্লান্ত—যেমন হাসান, তেমনই লিজা। কেন এতোটা শীতল হলো তারা খুব গুরুত্বের সঙ্গে দেখছেও না। খুব স্বাভাবিকভাবে চলছে তাদের যাপিত জীবন। যেন রোবটিক জীবন। বছর দু-এক আগেও তাদের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড় ও উষ্ণ।
এখন নির্ঞ্ঝাট সংসার—বাসায় স্বামী-স্ত্রী, একজন গৃহকর্মী। একমাত্র ছেলে তন্ময় কোনও এক ক্যাডেট কলেজে পড়ে। ছুটির সময় বাসায় আসে। লিজা আর গৃহকর্মী সারাদিন বাসাতেই থাকে। প্রধান কাজের মধ্যে টেলিফোনে বা ট্যাবে কাটানো। ফেসবুক তো আছেই। হাসানের টাকা পয়সার অভাব নেই। বেতনের বাইরেও কত টাকা আসে তার কোনও হিসাব নেই। লিজার হাত দিয়েই মাসে লাখ টাকা উড়ে যায়। হাসানের হাত দিয়ে কতো খরচ হয় তার হিসাব সে নিজেও রাখে না। রাখার প্রয়োজন মনে করে না। নিজেদের তিন হাজার বর্গফুটের ফ্ল্যাট আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে। অভাব না থাকলে মানুষ নানা রকম সুখ খুঁজে বেড়ায়। হাসানও সে পথে, লিজাও দু-এক পা এগিয়েছে।

বিজ্ঞাপন

ঘড়ির কাঁটায় ওদের জীবন কখনও বাঁধা ছিল না। এখনও না। সকাল আটটায় হাসান অফিসের উদ্দেশ্যে বের হয়, ফেরার কোনও সুনির্দিষ্ট সময় আগেও ছিল না, এখনও নেই। রাত এগারোটার আগে যে কোনও সময় হাসান বাসায় ফিরে।
অফিস ছুটির পর হাসান বিকেলে গাড়ি নিয়ে ঘুরতে বের হয়। সন্ধ্যার পর কোনও দিন বিভিন্ন ক্লাবে যায়, কোনও দিন অন্য কোথাও জুনিয়র কলিগ তামান্নাকে নিয়ে ঘুরতে যায়। তামান্নার একাকী জীবন, হাসানের সঙ্গ পেলে সময়টা ভাল কাটে। দুজনের ঘনিষ্টতা ধীরে ধীরে বাড়তে থাকে। সেপারেটেড তামান্না মা-বাবার সঙ্গে থাকে।
তন্ময় ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার পর লিজার সারাদিন একা একা বাসায় থেকে বেশ নীরস লাগে। দু-একদিন হাসানকে বলেছিল, চলো দূরে কোথাও থেকে বেড়িয়ে আসি। বান্দরবান, না হয় সেন্টমার্টিন থেকে।
এখন ছুটি পাওয়া যাবে না। এতো দূরে যাওয়া সম্ভব নয়, হাসানের শর্টকাট জবাব।
দূরে যাওয়ার মতো কথা বলতে লিজা আর কোনও যুক্তি পায় না। তাহলে অন্তত শুক্র বা শনিবারে ঘুরে আসার মতো জায়গায় চলো। একা একা বাসায় থাকতে থাকতে বোরড হয়ে গেছি।
আচ্ছা যাব। তন্ময় বাসায় এলে একসঙ্গে গেলে ভাল হতো না?
তোমার অজুহাতের শেষ নেই, কিছুটা অভিমানে ফেটে পড়লেও লিজার কিছু করার থাকে না। তন্ময়কে নিয়ে বেড়াতে গেলে ভাল হতো কিন্তু তার নির্ধারিত সময়ে ছুটি। সেই সময়টাতে বাসায় থাকতেই ওর ভাল লাগে। ডিসেম্বরের লম্বা ছুটিতে হয়তো দূরে কোথাও যাওয়া যায়। তখন আবার গ্রামের বাড়িতে গিয়ে শীতের পিঠা খাওয়ার বায়না থাকে তন্ময়ের দাদাদাদির। একমাত্র নাতির জন্য তাদেরও মন পোড়ে। আবার নানাবাড়িতেও যেতে হয়। সংসারে সবার মন রক্ষা করে চলা মানুষের বড় ধর্ম।

বিজ্ঞাপন

লিজা তো সংসারধর্ম করেই কাটিয়েছে এতো দিন। কিন্তু এখন কেন হঠাৎ করেই সংসারের প্রতি মনের টান কমে গেছে? কখনও নিজেকে মনে হয় বন্দি খাঁচার পাখির মতো। এমন রোবটের মতো স্বামীর সংসার করে ছাত্রজীবনে দুরন্ত মেয়েটি ফুটো বেলুনের মতো চুপসে গেছে। প্রতিদিন ফেসবুকের ইনবক্সে ম্যাসেজ আসে। অসভ্য পুরুষের অভাব নেই। কতকগুলোকে ব্লক করে দিয়েছে।
দু-বছর আগে একজনের সঙ্গে সখ্য গড়ে ওঠে। এই লোকটাকে উদার ও রুচিশীল মনের মনে হয়েছে। প্রতিদিনই ইনবক্সে ফুলেল শুভেচ্ছা দেয়। লিজাও গুগল থেকে নানা রকম ফুলের ইমেজ দিয়ে শুভেচ্ছা জানায়। উত্তরে সাজ্জাদ লিখে, আজকের সকালটা হয়ে গেল কাব্যিক। দিনটি আমার হয়ে গেল কাব্যময়। লিজা কখনও হি হি হি ইমুজি দেয়। কখনও মোহাচ্ছন্ন হয়ে চুপ হয়ে পড়ে থাকে। সাজ্জাদকে ভাল লাগতে শুরু করে ওর কথার জন্য। আবার কখনও সাজ্জাদের প্রোফাইলের ছবিগুলো বের করে নিবদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এমন আকর্ষণীয় ব্যক্তিত্ব খুব পুরুষের চেহারায় ফুটে ওঠে।
তারপর সকাল সাড়ে দশটায় লিজাকে ফোন করে কথা বলে। ভরাট গলার পৌরুষদীপ্ত কণ্ঠে লিজার সঙ্গে কথা বলার সময় লিজার মনে হতো ওর কাছে উড়ে চলে যায়। এমন সুন্দর করে কথা বলার একটা মানুষ জীবনে খুব প্রয়োজন। তারপর ভরাট হাসি যেন বুকের ভেতরে সবসময়ই বাজতে থাকে। নিজের মনের অজান্তেই বলে ফেলে কেন যে বিয়ের আগে তোমার সঙ্গে দেখা হলো না? অবশ্যই সাজ্জাদও প্রায় সময়ই ফোনে বলে, কেন যে বিয়ের আগে তোমার সঙ্গে দেখা হলো না কাব্যলতা! লিজাকে সাজ্জাদ কাব্যলতা বলে ডাকে। লিজা অবশ্য সাজ্জাদকে তেমন কোনও বিশেষ শব্দে সম্বোধন করে না। সাজ্জাদ বলেই ডাকে।

আজ রাত নয়টার দিকে হাসান বাসায় ফিরে। ওই সময় লিজা বারান্দায় দাঁড়িয়ে মগ্ন হয়ে সাজ্জাদের সঙ্গে কথা বলছিল। হাসানের অগামনের শব্দ টের পেয়ে গেট খোলে। তার চোখে-মুখে এক প্রকার অস্বাভাবিক ত্রস্ততা এবং আভাময় কার্মার্ত রং ফুটে উঠেছে। বিদুষী লিজা নিজেও বুঝতে পারে তার কিছুটা অস্বাভাবিকতা, তাই একটু স্বাভাবিক হওয়ার জন্য নিজেকে একটু আড়াল করার চেষ্টা করে। হাসান একবার লিজার দিকে তাকিয়ে অন্য দিনের মতোই বসার রুমে জুতো ছেড়ে কাপড় চেঞ্জ করে। লিজা জিজ্ঞেস করে, চা খাবে?
হাসান খুব আন্তরিকভাবে বলে, মন্দ হয় না। তুমি বরং এককাপ ব্ল্যাক কফি দাও। লাইলি কোথায়?
লাইলি কিচেনে আছে। কিছু বলতে হবে?
না, তেমন কিছু না।
হাসান ফ্রেস হয়ে চলে যায় বেডরুমে। লিজার বুক কেঁপে ওঠে। বিছানার ওপরই মোবাইল সেটটা। ইনবক্সের কিছুই ডিলিট করা হয়নি। যদি হাসান মোবাইল সেট হাতে নেয় তাহলেই সর্বনাশ। সংসারে শুরু হবে ভাঙন। লিজার শরীরে ঘাম দেখা দেয়। কিন্তু হুট করে মোবাইল সেখান থেকে সরাতে চাইলেই হাসান সন্দেহ করবে। তাড়াতাড়ি কফির কাপ নিয়ে লিজা হাসানের হাতে দেয়।
টিভি অন করে লিজা হাসানের পাশে বসে জিজ্ঞেস করে, আজ সকাল সকাল ফিরলে যে। কোথাও যাওনি?
না। কালকে ট্যুরে যাব। তাই গোছগাছ করতে হবে ভেবে আগেই চলে এলাম।
কোথায় যাবে? আগে তো বলোনি।
আজকেই অফিস জানালো যাওয়ার জন্য।
কোথায় যাচ্ছ?
যাব রাজশাহীতে।
কয়দিনের ট্যুর?
কাল যাব পরশু কাজ করে পরের দিন ফিরে আসব। একটা মিটিং মাত্র।
হাসান এরকম একদিন বা দুদিনের জন্য প্রায়ই ঢাকার বাইরে যায়। ট্রেনিং বা ওয়ার্কশপ থাকলে কয়েক দিন থাকতে হয়। লিজাও মনে মনে হাসানের বাইরে যাওয়ার জন্যও অপেক্ষা করেছিল। একটা সুযোগ সে খুঁজছিল।
হাসান বলল, লাইলিকে বলো দুই সেট কাপড় আয়রন করে গুছিয়ে দিতে।
লিজা বলল, আয়রন করা আছে। আমিই গুছিয়ে দিতে পারব।
কফি শেষ করে হাসান ড্রয়িং রুমে গিয়ে বসে একটা ম্যাগাজিন ওল্টায়। শুধু পাতা ওল্টানোই সার। কিছুই পড়ে না। মন পড়ে আছে তামান্নার কাছে। যদিও বিকেলটা তামান্নার সঙ্গে কাটিয়ে এসেছে তথাপি আবার কথা বলতে ইচ্ছে করছে। লিজার হাতে ধরা খেতে হয় কিনা ভেবে নিজেকে সংযত রাখে।

বাথরুমে ঢুকে মোবাইল ফোন সেটের ম্যাসেজ ডিলিট করে দিয়ে বসার ঘরে হাসানের সামনে বসে আন্তরিক হওয়ার ভান করে। এতোক্ষণ ওর চিন্তা বেশ এলেমেলো ছিল, এখন স্বস্তি ফিরেছে। কিন্তু বলার মতো কোনও কথা পায় না। লিজা ভাবে, বড় আশ্চর্য যে সাজ্জাদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বললেও যেন কথা শেষ হয় না। আর এতোদিনের ভালবাসার মানুষটার সঙ্গে কথা বলার জন্য কথা পাই না।
হাসান লিজার দিকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, কিছু বলবে লিজা? হাসানও ভাবে লিজার সঙ্গে একটু আন্তরিকভাবে কথা বলা হয় না অথচ তামান্নার সঙ্গে কথা বলে শেষ করা যায় না। লিজা এখনও আমার প্রিয়, ওকেই তামান্নার চেয়ে বেশি ভালবাসি। কিন্তু কেন কথা বলতে পারছি না। কেন ইচ্ছে হয় না? বুকের ভেতর থেকে কোনও কথাই যেন মুখে আসে না।
লিজা বলে, না তেমন কিছু বলব না। এমনিতেই বসলাম তোমার পাশে।
হাসান স্মিত হেসে বলে, আমার পাশে বসার কী আছে? একসঙ্গেই তো থাকি সবসময়।
লিজাও হাসে। তবে কৃত্রিম রাগ দেখিয়ে বলে, তাই বলে বসতে নেই?
হাসান হাসে, বসো। না তো করিনি।
হাসান বলার মতো আর কোনও কথা পায় না। ট্যারা চোখে লিজাকে দেখে নিরুচ্চারে বলে, চাঁদের মতো সুন্দর তুমি। কিন্তু এরপরও তোমার সঙ্গে আমার একটা দূরত্ব কেন সৃষ্টি হলো? তামান্নাও কি কম সুন্দর! তাকেও ভুলে থাকা যায় না। এ কীসের ক্যামেস্ট্রি? তামান্নাই কি আমাদের দুজনের মাঝখানে একটি অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে?
লিজাও মাঝে মাঝে ট্যারা চোখে দেখে হাসানকে। মনে মনে বলে, এতো মায়াবী আকার্ষণ তোমার চোখে মুখে, হাসি ও কথায়… কিন্তু এর পরও কেন সাজ্জাদকে ভাল লাগে। এ কীসের আকর্ষণ?
কিচেনে ব্লেন্ডারে মসলা গুঁড়ো করছে লাইলি। একটা তীক্ষ্ণ শব্দ এসে কানে বিঁধছে। হাসান লিজার দিকে তাকিয়ে বলে, লাইলিকে বলো তো ব্লেন্ডার বন্ধ করতে। আমার কোনও শব্দ ভাল লাগছে না। মাথাটা কেমন যেন কন কন করছে।
লিজা নিঃশব্দে ওঠে যায় কিচেনের দিকে। হাসানের মনে তামান্নার জন্য একটা আবেশ তৈরি হয় এবং চোখ বন্ধ করে ভাবতে থাকে বিভিন্ন বিষয়। আজকেই প্রথম তামান্নাকে নিয়ে বেড়াতে যাবে। আজকাল এখানে সেখানে সিসি ক্যামেরা। নানাভাবে ফোনের কথাও রেকর্ড হয়ে যায়। কোনও বিপদ হয় কিনা কে জানে।
ব্লেন্ডারের তীক্ষ্ণও ঝিম ধরা শব্দটা বন্ধ হলে হাসান চোখ বন্ধ করেই সোফায় কাত হয়ে শুয়ে থাকে। এই রাত বড় দীর্ঘ। ভারতীয় জলসা টিভি চ্যানেলের সিরিয়াল নাটকে দেখা শুরু করে লিজা। বাসায় থেকে তার কাজের মধ্যে জলসার সিরিয়াল দেখাও একটা গুরুত্বপূর্ণ কাজ। মাঝে মাঝে শপিংয়ে যায়, খেয়ালবশত যা ভাল লাগে তাই কিনে।

সকালে হাসান বের হয়ে যায়। আজকে নিজের গাড়ি নেবে না বলে জানিয়ে দিয়েছে। লিজাকে বলেছে এয়ারপোর্ট পর্যন্ত উবারের ভাড়া দেবে অফিস। তাই নিজের গাড়ি নেবে না। বাসা থেকে বের হয়ে নির্ধারিত ভাড়া করা গাড়িটি পেয়ে উঠে তামান্নাকে বনানী থেকে তুলে গাজীপুরের সুইট হ্যাভেন রিসোর্টের দিকে যাত্রা শুরু করে। টঙ্গী থেকে গাজিপুর রাস্তাটি প্রায় এক যুগ ধরে ভাঙা, রাস্তা মেরামতের কাজ চলছে। এখনও ঠিক হয়নি। রাস্তায় ভয়ানক জ্যামে ওরা প্রায় তিন ঘণ্টা আটকা পড়ে থেকে দুপুরের দিকে বুকিং অনুযায়ী নির্ধারিত রুমে গিয়ে ওঠে। তামান্না রুমে কোনও রকম ঢুকেই ওয়াসরুমে ঢোকে বিদ্যুৎগতিতে। বের হয়ে হাঁফ ছেড়ে বলে, এমন ভয়ানক বিপদে পড়েছিলাম যা বলার মতো নয়। এই সকালেই এমন জ্যাম থাকবে কে ভাবে?
ভিআইপি স্যুট, কিং সাইজ কাপল বেড, এক পাশে দুটি সোফা। টি-টেবিলে একটা ছোটো বাঁশবেতের ঝুড়িতে কয়েক রকম ফল র্যাপিং কাগজে লাল ফিতা দিয়ে বাঁধানো। বিশাল ড্রেসিং টেবিল। পর্দাগুলো হালকা নীল। দেওয়ালের সঙ্গে একটা লম্বা টেবিল। ওখানে চা-কফি খাওয়ার যাবতীয় সরঞ্জাম। একটা মিনি ফ্রিজ। কয়েকটি পানির বোতল, কাপ, প্লেট, কয়েক প্রকার বাদাম ও চিপসের প্যাকেট। বাদাম ও চিপসের প্যাকেটের গায়ে মূল্য লেখা রয়েছে যা শপিংমলের দামের চেয়ে দ্বিগুণ বেশি।
তামান্না হাসানের দিকে তাকিয়ে বলে, যাও, ফ্রেস হয়ে এসো। আমি কফি বানাচ্ছি।
হাসান সুবোধ বালকের মতো ফ্রেস হয়ে এসে তামান্নার পাশে বসে।
অনেকদিন পর স্বপ্ন পূরণ হলো। এখনও মনে হচ্ছে স্বপ্ন দেখছি। বিশ্বাসই হচ্ছে না যে তোমাকে নিয়ে আমি এক রুমে আছি, বলে হাসান।
তামান্না বলে, আমারও এমন মনে হচ্ছে। আসলেই অনেকদিন পর।
তুমি সহজে ধরা দাওনি।
হুম। তুমি এতোটা নাছোড়বান্দা না হলে আজও দিতাম না।
তোমার কি ইচ্ছে হতো না এমন নিরিবিলি…
থাক এসব কথা। কফি খাও। তারপর দেখা যাবে। এই রুম থেকে বের হওয়া যাবে না। রুমেই খাওয়ার ব্যবস্থা করতে হবে।
কেন?
কে না কে দেখে ফেলে। এখানে কেউ চিনেও ফেলতে পারে। এখানে কতো লোকের আসা-যাওয়া।
রুম থেকে বের হওয়া প্রয়োজন কী? রুমেই থাকব। তুমি আর আমি, দুজন একাকার হয়ে যাব।

দুপুরে বনানীর হান্ডি রেস্টুরেন্টে এক কোণে একটি টেবিলে মুখোমুখি বসে সাজ্জাদ আর লিজা। দীর্ঘদিন দুজনের ফোনে প্রেমালাপ, ফেসবুকের ইনবক্সে চ্যাটিংয়ের পর দেখা হওয়াতে প্রথমে সলাজ অনুভূতি থাকলেও কিছুক্ষণের মধ্যে তারা সপ্রতিভ হয়ে ওঠে। তাদের চোখে-মুখে ছড়িয়ে পড়ে সুখানুভূতির উজ্জ্বল প্রভা। তাহলে আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো? সাজ্জাদ বলে লিজার চোখের দিকে তাকিয়ে। লিজা কোনও জবাব না দিয়ে স্মিত হাসে। কিছুক্ষণ তাদের অনুভূতি বিভিন্ন কথায় প্রকাশ করে। এক সময় লিজা বলে, আমার কাছে স্বপ্নের মতো লাগছে। আমি কখনও ভাবিনি তোমার সঙ্গে সরাসরি দেখা হবে। লিজা ভ্যানিটি ব্যাগ খুলে একটি টিটান ঘড়ির প্যাকেট বের করে সাজ্জাদের হাতে দিয়ে বলে, তোমার জন্য আনলাম।
এই সময় ওয়েটার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, স্যার, কী দেব? তার হাতে ছোটো একটি নোট বুক আর বলপয়েন্ট। অপেক্ষা করছে লেখার জন্য। ওদের দুজনের সামনেই মেনুবুক।
লিজা মেনুবুকটি সাজ্জাদের দিকে ঠেলে দিয়ে বলে আজকে তোমার চয়েসে খাব।
সাজ্জাদ বলে, আমার একার চয়েসে কেন? দুজনের চয়েসেই খাব। সাজ্জাদ দুই আইটেম অর্ডার দিয়ে মেনুবুকটি লিজার দিকে ঠেলে দিয়ে বলে, এবার তুমি কিছু বলো।
লিজা আরও কয়েক আইটেম অর্ডার দেয়। ওয়েটার চলে যাওয়ার পর সাজ্জাদ বলে, চমৎকার উপহারের জন্য ধন্যবাদ। ল্যাপটপের ব্যাগ থেকে একটি সোনার চেইন বের করে লিজার হাতে দিয়ে সাজ্জাদ বলে, এটি তোমার জন্য। লিজা সোনার চেইনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তোমাকেও ধন্যবাদ। কিন্তু…
সাজ্জাদ বিস্ফারিত চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, কিন্তু কী?
লিজা বলতে চেয়েছিল এতো দামি চেইন কী প্রয়োজন ছিল। কিন্তু সাজ্জাদ আবার কিছু মনে করে কিনা ভেবে চুপ থাকে। সে বলে, থাক। অন্য কোনও দিন বলব।
সাজ্জাদ জিজ্ঞেস করে, আবার কবে দেখা হবে?
হবে। তুমি যখন চাইবে। আমার সাহেব তো প্রায়ই ট্যুরে যায় তখন নির্বিঘ্নে দেখা করা যাবে।
সাজ্জাদ সন্দিহান কিন্তু এরপরও মনের কথা লুকিয়ে রাখতে পারে না। সে জিজ্ঞেস করে, দীর্ঘক্ষণের জন্য কোনও দিন দেখা হবে না?
লিজার মুখে দুষ্ট হাসি। অস্ফুট উচ্চারণে বলে, দুষ্ট, বদমায়েশ।
সাজ্জাদ হাসে। সাজ্জাদের হাত দুটি টেবিলের উপর। লিজা এক হাতে চিমটি দিয়ে বলে, হবে কোনও দিন। অস্থির হওয়ার কিছু নেই।

এখানে যতক্ষণ থাকব ততক্ষণ তোমার হুকুমেই সব হবে, বলে হাসান।
আমার হুকুমে, হাসে তামান্না। এমন কর্তৃত্বপরায়ণ গৃহিণীর মতো দায়িত্ব নিতে পারব না। আজ আমরা দুজন মিলে একজন। আমি আর তুমি বলবে না। বলবে আমরা।
তামান্নার কথা ভাল লাগে হাসানের। হাসানের পরনে শর্ট, গায়ে মোটা একটা স্যান্ডো গেঞ্জি। এসির হালকা বাতাসে হিম ছড়ায়। সোফায় কাত হয়ে বসে ভদকা খায় আস্তে আস্তে। তামান্নাও দু-এক চুমুক দিয়ে বিছানায় শুয়ে ঝিমুচ্ছে। ওরা গায়ে ফিনফিনে পাতলা কাপড়ের গোলাপি রঙের গাউন। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে তামান্না। চমৎকার রোদ বাইরে। রিসোর্টটি একটি জঙ্গলের মধ্যে। জঙ্গলের গাঢ় সবুজ বনানী ওর দৃষ্টিতে এক প্রকার মাতালতা সৃষ্টি করে। বিশাল জানালা দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায়। তাকিয়ে থাকে নিসর্গের অপরূপ সৌন্দর্যের দিকে। অনেক পাখি ওড়াউড়ি করছে। হয়তো ওরা কিচিরমিচির শব্দে গানও করছে কিন্তু জানালার কাচ ভেদ করে পাখিদের শব্দ শোনা যায় না। কেবল সৌন্দর্যেই চোখ জুড়িয়ে যায়।

খেয়ে খেয়ে তো কেবল ওজনই বাড়াচ্ছি। মোটা হওয়ার অনেক যন্ত্রণা, খেতে খেতে আনমনা হয়ে বলে লিজা।
সাজ্জাদ বলে, তোমার ওজন বেড়ে চলেছে বলে মনে হয় না। ফিট বডি।
হুম। ফিট কি আর সহজে থাকে। ডায়েট করি, এক্সারসাইজ করি, মাঝে মাঝে জিমেও যাই।
তাহলে এতো ভাবছো কেন? মনের খুশি মতো খাও। আমরা তো আর প্রতিদিন রেস্টুরেন্টে খেতে আসছি না।
আসতেও তো পারি। লিজা হাসে।
তুমি আসলে আমার অবশ্যই বাধা নেই। আমি টাইম ম্যানেজ করতে পারব। বৈরাগী হতেও দ্বিধা নেই লিজা। কসম, আমি সত্যি তোমার প্রেমে দেউলিয়া।
লিজা বলে, দুষ্ট।
সত্যি বলছি, তোমার প্রোফাইল পিক তেমন আকর্ষণ করত না। কিন্তু এখন ভাবছি, এতো সুন্দর মানুষ হয় কী করে?

বিকেলটায় একবার বের হতে পারলে ভাল হতো। নিসর্গের এই রূপ যদি না উপভোগ করতে পারি তাহলে এখানে আসাটাই অর্থহীন হয়ে যাবে। দেখো হাসান, পাতায় পাতায় রোদের কেমন অপূর্ব নাচানাচি। পৃথিবীর সবচেয়ে বড় রহস্য মনে হয় আলো-ছায়ার খেলা।
হাসান হাসে। হুম। আলো-ছায়া। সত্যিই বলেছো। আমরা কি নিসর্গের রূপ দেখতে এসেছি। আমরা এসেছি জীবকে উপভোগ করতে। আমি এসেছি তোমার রূপ দেখতে। জীবনের এই সময়টা আর কোনও দিন ফিরে আসবে না। কিন্তু নিসর্গের এই রূপ চির অম্লান। আমরা অন্যদিন এসে চোখ জুড়িয়ে দেখব।
চলো না একবার বাইরে যাই। দুদিন থাকা হবে। সময় তো কম নয়।
কেউ যদি আমাদের দেখে চিনে ফেলে সেই ভয় তো কিছুটা আছে।
হুম। তা আছে।

আমাদের দেখাটা ক্ষণকালের জন্য হলেও বড় প্রশান্তি অনুভব করলাম, বলে সাজ্জাদ।
আজকের মুহূর্তটা আমার জীবনের সেরা প্রাপ্তি, সেরা মুহূর্ত। এমন ভাল লাগার সময় আর এই জীবনে অনুভব করিনি। সত্যিই… ভাষায় বোঝাতে পারব না সাজ্জাদ, বলে লিজা।
একটা দিনক্ষণ ঠিক করো লিজা। দীর্ঘ সময়ের জন্য। খুব ভাল হতো যদি…
যদি কী? শেষ করো।
যদি দু-একদিন একসঙ্গে থাকা যেত দূরে কোথাও যেখানে শহরের কোলাহল ছেড়ে একেবারে দূরের কোথাও বনবনানী ঘেরা কোনও রিসোর্টে।
তুমি খোঁজ নিয়ে রাখো। আমার সাহেব পরেরবার ট্যুরে গেলে দেখা যাবে।

হাসান ফিরে আসার পর ওদের আগের মতোই রোবটিক শীতল জীবনযাপন শুরু হয়। দুজন দুজনের মতোই একই নিয়মে একই রুটিনে স্রোতহীন নদীর মতো নিরানন্দে দিন চলে। তবে দুজন যখনই ফুরসৎ পায়, সাজ্জাদ ও তামান্নার সঙ্গে কথা বলে তখন মুহূর্তেই প্রবল স্রোতধারা শ্রাবণের নদীর মতো হয়ে ওঠে। তামান্না আর সাজ্জাদ যেন মৃত নদীকে জাগিয়ে তোলে কথার তরঙ্গে। কিছু দিন আগে গ্রীষ্মকালীন ছুটিতে তন্ময় বাসায় বেড়াতে এলে বাসায় কিছুটা প্রাণ ফিরে এসেছিল। কিন্তু তাও মাত্র এক সপ্তাহের জন্য। তন্ময়কে নিয়ে দূরে কোথাও বেড়াতে চাইলে তন্ময় যেতে চায়নি। মা আমি শুধু ঘুমাব, একটিই বায়না তন্ময়ের। ক্যাডেট কলেজের কঠোর নিয়মের মধ্যে থেকে হাঁপিয়ে উঠেছে তন্ময়।
তন্ময় চলে যাওয়ার পর আবার বাসাটি ঝিমিয়ে পড়ে। লিজা আর হাসানের মধ্যকার সম্পর্কটা আরও দূর মনে হয়। দুজনের কেউ দূরত্ব ঘুচিয়ে আনার জন্য উদ্যোগ নেয়নি বা তৎপর হয়নি। কারও প্রতি কেউ বীতশ্রদ্ধও নয়। কোনও ঝগড়াও নেই। কোনও অনুযোগ-অভিযোগ বা বিরোধ নেই। নদীর পাড়ের বালির মতো কেবল নিঃশব্দে আলগা হয়ে যাওয়া, নিবিড় বন্ধনমুক্ত হয়ে একজনকে অন্যজনের ছেড়ে যাওয়া।
এমনই এক নিরুত্তাপ সময়ে একদিন হাসান লিজাকে জানায় তিন দিনের জন্য ট্যুরে যাবে চট্টগ্রাম। লিজাও সাজ্জাদকে হাসানের চট্টগ্রাম যাওয়ার তারিখ জানিয়ে দিয়ে বলে এবার সে বের হতে পারবে। গৃহকর্মীও গ্রামের বাড়িতে গেছে। বাসায় তালা মেরে দু-একদিনের জন্য ঢাকার বাইরে যেতে কোনও বাধা নেই।
নির্ধারিত তারিখে হাসানের লাগেজে সবকিছু স্বাভাবিক নিয়মেই গোছগাছ করে দেয় লিজা। হাসান সকালেই শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে ডোমেস্টিক ফ্লাইটে চট্টগ্রাম যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে যায়।

দুপুরের আগেই বাসায় তালা লাগিয়ে সাজ্জাদের সঙ্গে গাজীপুরের শালবনের অনেক ভেতরে রিসোর্ট হ্যাভেনে গিয়ে হাজির হয়। সাজ্জাদ আগেই রুম বুকিং দিয়ে রেখেছিল। রিসোর্টের ভিআইপি স্যুট, কিং সাইজ কাপল বেডের রুমে গিয়ে ঢোকে দুজন। রুমের উত্তর পাশের জানালা দিয়ে শালবনের অনেক দূর পর্যন্ত দেখা যায়। দু-একটি মহুয়া গাছও আছে। আবার ফাঁকে ফাঁকে হিজল জারুল চালতা কদম অশ্বত্থ গজারি দেখা যায়। লিজা উদ্ভিদ বিজ্ঞানে স্নাতকোত্তর করেছে। গাছগাছালি দেখে মনের ভেতরে ছাত্রজীবনের ভাল লাগার দোলা লাগে। সে তন্ময় হয়ে তাকিয়ে থাকে শালবনের গাছাগাছালির দিকে। রুমের ভেতরে দুজনের লাগেজ ঠিক ঠাক করে রেখে দু’কাপ কফি বানিয়ে এককাপ লিজার হাতে দিয়ে অন্যটি নিজে নিয়ে ঝুল বারান্দার সোফায় বসে সাজ্জাদ। সাজ্জাদের মুখোমুখি লিজাও বসে কফির মগ হাতে নিয়ে। লিজার দৃষ্টি শালবনের দিকে। বনের চোখ ধাঁধানো সৌন্দর্যের মুগ্ধতা কাটিয়ে উঠতে পারছে না লিজা। সাজ্জাদ বলে, তুমি কি শুধু বনই দেখবে? আমাকে দেখবে না?
লিজা স্মিত হেসে বলে, তোমাকে দেখার জন্যই তো এলাম। কী অপূর্ব এই শালবন, দেখো।
সাজ্জাদ হাসে। আসলে প্রকৃতি আমাকেও মুগ্ধ করে। আমি প্রতি মাসেই গ্রামে যাই। আমাদের গ্রামের বাড়ির কাছে একটি বাগানবাড়ি আছে। শহরের কোলাহল, বিশেষ করে ঢাকার মতো উচ্চ শব্দের নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়লে গ্রামের বাড়িতে যাই, তারপর পরিবার নিয়ে বাগান বাড়িতে থাকি। এতো নিরিবিলি, এতো প্রশান্তি আর কোথাও নেই।
ইশ, শুনেই ভাল লাগছে। কিন্তু তোমাদের বাগানবাড়িতে কি যাওয়ার উপায় আছে?
মাথা খারাপ! ধরা খাওয়ার ইচ্ছে থাকলে চলো। তারপর দুজনে বাকি জীবন জেলে কাটাব। হো হো করে হাসে সাজ্জাদ।
লিজাও হাসে। জেলে থাকার ইচ্ছে নেই। আমরা মাঝে মাঝে এখানে আসতে পারি, তাই না সাজ্জাদ?
হুম। যদি তোমার সম্মতি থাকে। তুমি যখনই হুকুম করবে আমি তোমার পদসেবায় লেগে যাব। তোমার পদ্মপদযুগলে দেবো বকুলের মালা, উষ্ণ চুম্বন।
যাহ্, বজ্জাত। দুষ্ট। লিজা হাসে।
সাজ্জাদ লিজার মুখের দিকে তাকিয়ে থাকে। বলে, তোমার হাসিতে কেমন যে এক স্বর্গীয় দ্যুতি ছড়িয়ে পড়ে। আমি বিমোহিত হয়ে যাই।
থাক মোসাহেবী। আমি তো তোমার জালে ধরাই পড়েছি। এখন কাটো, বাটো, ভাজো… যা ইচ্ছে তাই করো।
এভাবে এতো নির্দয় কথা বলবে না লিজা।

নির্দয় কথা কীভাবে হলো? হাসে তামান্না। হাসান তামান্নার দিকে তাকিয়ে থাকে গভীর ও গাঢ় দৃষ্টিতে।
হাসান বলে, তাহলে কেন বললে আর কখনও এখানে আসবে না।
তামান্না বলে, এখানে আসব না তাই বলে অন্য কোথাও যাব না সে কথা তো বলিনি। এক জায়গায় বারবার আসতে কি ভাল লাগে? ঢাকার বাইরেই যখন যাব তখন দূরে কোথাও যাব। গাজিপুরেই শতাধিক রিসোর্ট আছে। তাহলে এখানেই আসতে হবে কেন?
ও আচ্ছা! সেই কথাই বলো। আমি ভাবছিলাম তুমি আর আমার সঙ্গে আসবে না।
তামান্না আনমনা হয়। তার চোখেমুখে দুশ্চিন্তার ছায়া পড়ে। এক সময় নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে অস্ফুট উচ্চারণে বলে, যেভাবে জড়িয়েছি তাতে কি তোমাকে ছাড়া থাকা যাবে? তোমার মধ্যেই বিলীন হয়ে গেছি। জানি না এই প্রেমের পরিণতি কী?
হাসান বলে, আসলে জানো তামান্না, আমিও তোমার মধ্যে বিলীন হয়ে গেছি। তোমার সঙ্গে সম্পর্ক হওয়ার পর আমাদের দাম্পত্য জীবন এতো শীতল যে বলতে গেলেই মনে হয় আমরা দুজনই রোবট।
তোমার ওয়াইফ তোমাকে জ্বালায় না?
ও কেমন যেন নিরুত্তাপ নিস্পৃহ হয়ে গেছে। আসলে আমার মনে হয় আমার নিস্পৃহতায় সে ক্ষুব্ধ এবং আমি কত দিন এভাবে থাকতে পারি তা দেখছে। হয়তো সে এভাবেই রিভেঞ্জ নিতে চায়। কোনও বিরোধ নেই, কোনও নির্যাতন নেই, কোনও কথা কাটাকাটি নেই অথচ আমরা দুজন একই বিছানায় পুতুলের মতো থাকছি… তাও প্রায় আড়াই বছর হয়ে গেল।
আশ্চর্য! অস্ফুট উচ্চারণে বলে তামান্না। তারপর ধীরে ধীরে বলে, আসলে মনকে মানিয়ে নিলে শরীর তো আর কিছু না। আমার সেপারেশনের পর তিন বছর আমি ভালই ছিলাম। শরীরের কোনও পীড়ন ছিল না। এখন তুমিই মরা নদী জাগিয়ে তুললে। হয়তো তোমার স্ত্রীও মরা নদীর মতোই পড়ে আছে। তুমি জাগিয়ে তুললেই আবার জেগে উঠবে।
হুম। কিন্তু তোমার সঙ্গে সম্পর্ক হওয়ার পর ও আমাকে কেন যেন টানতে পারে না। কোনও আকর্ষণ বোধ করি না।

এই ভাল লাগার অনুভূতি ব্যাখ্যা করা যাবে না সাজ্জাদ। মনে হয় স্বর্গীয় অনুভূতি। লিজার নির্মিলিতি চোখ। নিরাবরণ দেহ। পাশে শুয়ে আছে সাজ্জাদ। লিজা আবার বলে, কয়েকটাদিন থাকতে পারলে ভাল হতো। কিন্তু…
বেশি দিন থাকলে ভাল লাগবে না লিজা। তবে আমরা মাঝে মাঝে ঢাকার বাইরে কিংবা তোমার বাসাতেও প্রোগ্রাম করতে পারি। যেহেতু তোমার বাসা খালিই থাকে।
দেখা যাক। মিয়া বিবি রাজি থাকলে কত জায়গাই পাওয়া যাবে।
চোখের পলকে কেটে গেল একটি রাত। একরাতের বেশি থাকা লিজার পক্ষে অসম্ভব। রিসোর্টের নিয়ম অনুসারে পর দিন দুপুর বারোটা পর্যন্ত রুমের বুকিং আছে। দশটায় ওদের ঘুম ভাঙে। বেশ ফুরফুরে লাগে দুজনকে। ফ্রেস হয়ে রুমেই নাশতা করে দুজন। ওদের তৈরি হতে হতে এগারোটা বেজে যায়।

হাসান আর তামান্না আজকেও রিসোর্টে থাকবে। ওদের ঢাকায় ফেরার তারা নেই। তামান্না বলে, চলো আজকে এই মিষ্টি রোদের মধ্যে একটু শালবনে ঘুরে বেড়াই। পাখি দেখি। কত রকমের পাখি এই শালবনে তাই না?
জানালার পাশে দাঁড়িয়ে তামান্না শালবনের গাছগাছালি, পাখি, বানর ও কাঠবিড়ালি দেখে আনমনা হয়ে। বড় ভাল লাগে গাছের পাতায় পাতায় সকালের উজ্জ্বল রোদের নাচানাচি। কত রকমের পাখি, দেখেছো হাসান।
হ্যাঁ। অনেক রকমের পাখি।
চলো তাহলে লাঞ্চের আগ পর্যন্ত শালবনে ঘুরে বেড়াই। শরীরটাও চাঙ্গা হবে, খিদেও লাগবে আর ঘুমও ভাল হবে।
রাখো, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখি এখানে রয়েল বেঙ্গল টাইগার আছে কিনা?
তামান্না বুঝতে পারছে না হাসান মজা করছে না কি সত্যি সত্যি বলছে। সে বলে, শালবনে রয়েল বেঙ্গল টাইগার! বলো কী?
দাঁড়াও না দেখি। থাকতেও তো পারে।
হুম। এখানে রয়েল বেঙ্গল টাইগার নেই। তবে উল্লুক আছে।
উল্লুক? হুম।
কোথায়?
এখন আমার রুমেই আছে।
হাসান হো হো করে হাসে। বুঝেছি তুমি রেগে গেছো। চলো তাহলে বের হই।

সাজ্জাদ স্যুটের দরজা খুলে ট্রলিব্যাগের লাগেজ নিয়ে বের হয়ে দরজা লক করে। পেছনে বড় একটি ভ্যানিটি ব্যাগ হাতে লিজা দাঁড়া। ঠিক সেই মুহূর্তেই সাজ্জাদের সামনের স্যুট থেকে নীল রঙের টিশার্ট ও ত্রিকোয়ার্টার পরা হাসান আর তার পিছনে তামান্না বাইরে এসে দাঁড়ায়। লিজার চোখে হাসানের চোখ পড়ে। ওরা ফ্রিজ হয়ে যায়। সাজ্জাদ ডাকে লিজা এসো। তামান্না ডাকে হাসান এসো। ওরা দুজন নড়তে পারে না। কাচের বাকশে মোমের পুতুলের মতো অনড় দাঁড়িয়ে থাকে।

সারাবাংলা/এসবিডিই

গল্প-উপন্যাস দেয়াল আর মোমের পুতুলের গল্প বৈশাখী আয়োজন বৈশাখী আয়োজন ১৪৩০ মোজাম্মেল হক নিয়োগী সাহিত্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর