চেনাসুর, অচেনা আবহ
ডাকপিয়নের যুগে ফিরে যাব ভাবছি
যখন প্রহর দীর্ঘায়িত হতো
অপেক্ষায়…
চাইলেই এই তো আমি— এমন ছিল না সময়,
তারপর,
সেই চিঠি, লুকানো আবেগ
অক্ষরে অক্ষরে জড়ানো সুবাস
সুগভীর বুকের ভাঁজে লুকানো সে চিঠি তো
কেবল গুচ্ছ কথামালা নয়
তোমার স্পর্শ মাখা পরতে পরতে,
রাত গভীরে…
শুধু চিঠি নয়, যেন বা তুমিই
আলতো ছোঁয়ায়…
সেই সে আবেগ, সেই চেনাসুর
আবার উঠুক বেজে বুকের গভীরে
অচেনা আবহে।
কাজী তামান্নার কবিতা ‘চেনাসুর’
কাজী তামান্না
১৪ এপ্রিল ২০২৩ ১৭:১১
১৪ এপ্রিল ২০২৩ ১৭:১১
সারাবাংলা/এসবিডিই