Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃত্বা রায় দীপার কবিতা ‘পরিক্রমা’

বৃত্বা রায় দীপা
১৪ এপ্রিল ২০২৩ ২১:৩১

বলো কতটুকু জানা যায় দহনের ইতিহাস?
কতটুকু বোঝা যায়
গোপন-গভীর ক্ষতর নিয়ত ক্ষরণ?
তোমরা দেখেছো নিস্প্রাণ প্রাচীন বল্কল
দেখো, তারও ফাটলে আছে কতিপয় আধার
সেও ধরেছে জীবনের অবিরাম উৎসব
একাকী নিভৃতে।
জীর্ণ বলে যারা আমার শরীরে জ্বেলেছ আগুন,
তারাও পেয়েছে ওম!
উল্লাসে তারা গেয়েছে উদ্দাম জীবনের কোরাস
আমি সেখানেও ছিলাম।
ওই যে পরিযায়ী সময়ের ডানা-
দেখো তার পালকের গভীরে আমার ওড়ার আনন্দ
স্থানু নই। আমিও ওড়াতে পারি সময়ের অভ্র।
তাই শ্মশানের পোড়াকাঠ অথবা আঁতুড়ের বেড়া
কোথাও দেখিনি সমাপ্তি
কেবলই বহমান, কেবলই বহমান, কেবলই…

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবিডিই

কবিতা বৃত্বা রায় দীপা বৃত্বা রায় দীপার কবিতা ‘পরিক্রমা’ বৈশাখী আয়োজন বৈশাখী আয়োজন ১৪৩০ সাহিত্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর