ফারহান ইশরাকের ‘হরিণ কাটা ছুরি’
২০ এপ্রিল ২০২৩ ১০:০৬
হরিণ কাটা ছুরিতে আয়না; অ্যান্টি-আর্টে
বিশদবর্ণিত
বন বিভাগের জ্যেৎস্না বলবেন
কারা তাকে প্রথম দেখেছিল
কারও মুখে ট্রিগার ছেড়া গুলির প্রস্তাব
সূর্যাস্তই এর একমাত্র রূপকালোচনা—
— দ্বিতীয় দৃশ্যে সংযোজনা; ঠেসমূল ঠাসা জমি
পানির দাগে অস্থিরতা— লবণ চাষের চিহ্নাবলি;
জিহ্বার সতর্ক অংকন। বিশেষণ ভেজা
ত্রিভুজের জন্য এই পরিভাষা!
অন্ধকার। খোলো দ্বার, মাংসের অভিসারে!
নিজের পিঠে নিজেই এতো ভারী, বিষন্নতা!
ঘাসখামারের আয়োজনা
ফেনা চটচটে রঞ্জকের ঘোরে
কৃষিভিত্তিক রাত
পুরোটুকুই ফসলের আরতি, জবজব
ইঞ্জিনে কার হাত? স্পর্শাঘাতে ইশতেহার-সম্মত?
আদালতে হঠাৎ ঘন্টা
—দুধ-বিস্ফোরিত
চিৎকারে এলোমেলো
পুরোটা অঞ্চল!
নিষ্পেষণসুলভ মেশিনারি
নাভিবৃত্তের চারিধারে দাঁত
সবাই বলছেন— এই ধরুন:
মুদ্রা-বাজারে মূল্যস্ফীতির শুরু!
চুম্বকীয় খবরসমূহ ডোরাকাটা
আস্তিনের ফলকে গম্ভীর
লালাচিৎকারে রাষ্ট্রপুঞ্জ-সভা!
এখানে বলাৎকারে,
অসহনীয় ভারে!
এত পরতো প্রশংসা বেছানো মাঠ:
—শিশিরাক্ত জলোপ্যাথি
এ পথেই লালসা সম্ভার
এত মাত্রা রতিক্রিয়া
—দূষিত সম্ভোগ
হরিণ কাটা ছুরিতে মুখের রেখা
এত মাত্রা ঝঞ্ঝাটে রুনঝুনু রুনুঝুনু
খাড়া-শিং এই প্রাণী। চোখ হতবাক
প্রশ্নপারদে জ্বালাময়ী
চনমন; তারা ঢলোঢলো
নীতি-সংজ্ঞায়িত দায়ে!
ছুরি-পরীক্ষার শিক্ষার্থীসুলভ মাছি
—ধমকে মানাবে?
এরা সকলেই উদারতায় বিশ্বাসী
—বন বিভাগের দপ্তরে হাড়
হরিণের টাটকা সম্ভার!
সারাবাংলা/এসবিডিই