Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহনাজ সুমির কবিতা ‘কোনও গল্প হবে না আমাদের’


২০ এপ্রিল ২০২৩ ১৫:৩৯ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ১৫:৪২

আমাদের গল্পগুলো ফুরিয়ে গিয়েছে
কিন্তু আমরা ফুরিয়ে যাইনি।
আমাদের গল্পগুলো প্রাণ হারিয়েছে,
অথবা,
যত্নে-অযত্নে পড়ে আছে কোনো
বিষণ্ণবেলার জন্য
হুটহাট মনে পড়া গল্প হয়ে।

হয়তো ভালো লাগা থাকবে,
নয়তো কিছু কান্না শিশিরের মতো উঁকি দেবে।
আমাদের নতুন করে আর কোনো গল্প হবে না
গল্প যা হবে তা একান্ত একার,
অথবা
তোমার গল্প- আমার গল্প।
আমাদের গল্প নয়!

সারাবাংলা/এসবিডিই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর