Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবিতার ছুটি


২১ এপ্রিল ২০২৩ ১৪:৩৪

কবিতারা আজ ছুটি নিয়েছে
তারা ঘুরতে যাবে বলে ঠিক করেছে
তাদের চারপাশে অশনীসংকেত
ডংকা বেজে চলেছে অনবরত।

অনেকদিন ধরেই ভাবছিল তারা
ঘুরতে যাবে, কোলাহল ছেড়ে দূরে।
যেই ভাবা সেই কাজ
কোলাহল ছেড়ে ছুট
দিগন্ত যেখানে ছুঁয়েছে সবুজ মাঠ।
অবারিত বরষায় যেখানে ফুলে-ফেঁপে উঠেছে
খরায় শুকিয়ে যাওয়া নদীটাও
অশ্বথের নীচে যেখানে
এখনও রাখাল যুবক একমনে
সুর তুলে যাচ্ছে তার বাঁশিতে।

গ্রাম্য বধূটির শড়ির উপরে
লাল গামছা পেঁচিয়ে কাঁখে কলসী নিয়ে
সেই নব্য যৌবন ফিরে পাওয়া নদীটায়
যাচ্ছে গা ভেজাতে।

ওই তো মেঘেদের নীল ভেলা
মুহূর্তেই কালো মেঘে রূপ নিলো
কবিতারা প্রান পেলো যেন
এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে।

কবিতারা আজ ছুটি নিয়েছে
কবিতারা আজ প্রান ফিরে পেয়েছে
কবিতারা আজ বুক ভরে
নিঃশ্বাস নিয়ে বেঁচে ফিরেছে।

সারাবাংলা/এসবিডিই

ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কবিতা কবিতার ছুটি মোহসেনা শাওন মোহসেনা শাওনের কবিতা 'কবিতার ছুটি' সাহিত্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর