হারিয়ে যাওয়া শহরে
২২ এপ্রিল ২০২৩ ১৪:৫৭
ঘৃণায় পিষ্ট হয়েও-
অথচ কেবল বৃক্ষের মতো, পাখির মতো, সবুজ পাতার মতো
ভালোবেসে যাই, মাটি ও তোমায়।
সিনেমার নায়িকার চেয়েও সুন্দর হাসি দেখবো বলে
কেবল ভেবে যাই তোমার চোখ ও মুখ
অকপটে তুমি, হৃদয়ের প্রিয়তি
তুমি হাসোনা কতদিন
সেই থেকে ঝড়ে যাওয়া আমি- দিকশূণ্য।
অ্যালকোহলিক উন্মাদে যে ঘৃণা তোমার
কেবলই পুড়ছি অনলে,
অথচ এই শহরে আমি এক প্রেমিক
কেবল ভালোবাসতে জানি, চোখের পলকেই প্রেমে পড়ি
সেই আমাকে নিয়ে নয় ঘৃণার চাষাবাদ!
তোমাদের এই জগত থেকে হারিয়ে যাওয়া
সেই কবে থেকে হারিয়ে গেছি নিজের অজান্তেই
পৃথিবীর এই পৈশাচিক আচরণে
হৃদয়ের হৃদস্পন্দনে এখন আমার প্রেম নেই, প্রকৃতি নেই
কেবল যাপিত জীবনের কনক্রিটে
এক খন্ড দেহায়বের হেঁটে চলা
হে আমার প্রেম, হে আমার প্রকৃতি
তোমার ফেলে আসা তারুণ্য
মিছিলে ফেরা একদিন
চুম্বনের শেষ স্বাদ দেখার নেশায়
এখনোতো ছুঁয়ে দিই-
অথচ তুমি, সেই থেকে আর নেই,
কোথাও নেই!
আর হারিয়ে যাওয়া এই শহরে আমিও এক কংক্রিট!
সারাবাংলা/এসবিডিই
ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ এমদাদুল হক তুহিন এমদাদুল হক তুহিনের কবিতা 'হারিয়ে যাওয়া শহরে' কবিতা সাহিত্য হারিয়ে যাওয়া শহরে