ফেরারি দিন
২২ এপ্রিল ২০২৩ ১৫:৫৩
মায়াময় মখমল বিকেল
ছায়াময় এলোকেশ বাতাস
ভেসে আসে দুধচিতই দিন
বিস্মৃতির কাসুন্দি ঘাটা
মা’র শাড়ির ঘ্রাণের আঁচল
এপার ওপার করে চৌকাঠ
হাতের সাথে হাতের সঙ্গ
ওয়াইন রঙে ভাসে গেলাস।
শিমুল লালে ঘাসের মাদুর
গাইছে দুখিনী বর্ণমালা
অমন গান আহা কী যে সুধা
হঠাৎ ভাবানুসঙ্গী বলে-
আচমকা ব্যারিকেড তুলে
চায়না চপ্পল পায়ে কে সে
ফুসফুসে বাঁধছে বাসা কষে
সূঁচের মতো ঢোকে নিঃশ্বাসে
তছনছ মেদিনীর শরীর
ভেষজ পাতার রাজনীতির
হেডলাইনটি দৈনিকে ছাপা
মুখেতে বেঁধে শোধনপট্টি
উনোনে রান্না হয় বাসনা
হায়রে কতকাল যে ফেরেনা
স্পর্শের সংক্রান্তি দিন
মায়াময় মখমল বিকেল!
সারাবাংলা/এসবিডিই
অনুপমা অপরাজিতা অনুপমা অপরাজিতার কবিতা 'ফেরারি দিন' ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কবিতা ফেরারি দিন সাহিত্য