প্রলয়ঘন্টা
২২ এপ্রিল ২০২৩ ১৬:৪৫
মায়ের স্তন মুখে নিয়ে
শিশুরা যেমন ঘুমায় চিরকাল
তেমনি ধৈর্যের লাগাম টেনে
নিঃস্বরা ঘুমিয়েছে বহুদিন
আমাকে উত্ত্যক্ত করোনা আর
এবার সময় হয়েছে জাগিবার
আমাকে জাগিতে দাও প্রচণ্ড চিৎকারে
ইস্রাফিলের মহাহুংকারে
আমাকে জাগিতে দাও অন্ধকারের রাতে
মহাপ্রলয়ের ঘন্টা বাজাতে
আমাকে উত্ত্যক্ত করো না আর
এবার সময় হয়েছে ঝটকা মারিবার
তোমরা আমাকে খুঁজে নিও
ক্ষুধিত মানুষের জাগরণ মিছিলে
তোমরা আমাকে খুঁজে নিও
গুলি খাওয়া ছিন্নবুকে।
আমি মার্কস কিংবা মুজিবের পথেই যাবো
শাসন শোষণ পদে দলে উচ্চারণ করবো
‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’।
সারাবাংলা/এসবিডিই
ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কবিতা প্রলয়ঘন্টা শহিদুল ইসলাম নিরব শহিদুল ইসলাম নিরবের কবিতা 'প্রলয়ঘন্টা' সাহিত্য