গুচ্ছ কবিতা
২২ এপ্রিল ২০২৩ ২০:১৪
প্রকৃতির কাছে যাও, নিজেকে খুঁজো
এই যে নারী-পুরুষ
এই যে ধর্ম- অর্ধমের কপচানি
এর বাইরেও একটা জগৎ আছে
জানো?
কখনো সমুদ্রের সামনে গিয়ে দাঁড়িও
কখনো সুউচ্চ পাহাড়ের কাছে যেও
বা দুই পাহাড়ের মাঝখান দিয়ে
যে ছোট ঝিরি বয়ে যায়
তার সবুজ-নীলাভ পানির দিকে তাকিও
দেখবে, ওখানে সবকিছু শান্ত, স্থির, সরল
ওখানে কেউ প্রভু নয়,
কেউ দাস নয়
ওখানে ধর্মে-ধর্মে বিবাদ বাঁধে না
নারী বড়, না কি পুরুষ তা নিয়ে হয় না তর্ক
নেই কথার অহেতুক কারসাজি
কেউ ঠকায় না, কেউ ঠকে যায় না
ওখানে সব শান্ত, স্থির, ধীর
ওখানে স্রষ্টা, প্রকৃতি, ঈশ্বর-
যাই বলো না কেন-
তার সুর বড় মধুর
সেখানে বেসুরও সুর হয়ে বাজে
অসুরও পায় সম্মান।
সেই মহাবিশ্বের সামনে গিয়ে দাঁড়িও
তার রঙে রং মেলাও
নিজেকে খুঁজো।
একজন সন্ন্যাসী
তুমি যার চোখের মায়ায় হারাও
যার ঠোঁটের কোণের এক চিলতে হাসি
তোমার মনে আবির ছড়ায়
যাকে তুমি বলো, তুমি থাকলে আর কিচ্ছু লাগে না আমার
সেই মেয়েটি, সেই মেয়েটিই একজন যোদ্ধা নারী,
একজন সন্ন্যাসী।
যোদ্ধাদের কখনো আবেগপ্রবণ হতে নেই, জানো তো?
যোদ্ধাদের হেঁটে যেতে হয় পুলসিরাতের ওপর দিয়ে।
হয় ডু, না হয় ডাই।
তাকে হতে হয় সংযত, পরিণত, সাম্য
মায়া তার জন্য নয়, প্রেম তাকে ডোবায় না
তাকে ভীষণ ক্ষত লুকিয়েও এগিয়ে যেতে হয়
রক্তাক্ত, ক্ষতবিক্ষত হবার পরও
ঠায় দাঁড়িয়ে থাকতে হয় যুদ্ধের মাঠে
যুদ্ধ শেষে গেরুয়া রং গায়ে জড়িয়ে
হয়ে উঠতে হয় সন্ন্যাসী।
ভালোবাসা, টালোবাসা
ভালো লাগে না আমার
তোমাদের এই ভালোবাসা, টালোবাসা
তার চেয়ে বরং লিও রোজাসের প্যান ফ্লুট-এর
সুর অনেক ভালো
ভীমপলশ্রী রাগে যে কোমল ‘গা’ ও ‘নি’ ব্যবহার হয়
তার বিষাদ-আনন্দের সুরটা ভালো
তার চেয়ে ভালো রবি শংকরের সেতার
জাকির হোসেনের তবলা,
ইন্নো মরিক্কনির কম্পোজিশনে ‘ফিস্টফুল অব ডলার’।
ভালো লাগে না আমার
তোমাদের এই ভালোবাসা, টালোবাসা
এর চেয়ে বরং ঢের ভালো লিও টলস্টয়ের বড় গল্প,
জালালুদ্দিন রুমীর অমর বাণী,
মহাদেব সাহার কবিতা,
পাওলো কোয়েলোর আলকেমিস্ট বা
ভিক্টোর হুগোর লা মিজারেবল।
তোমাদের এই ভালোবাসা, টালোবাসাগুলো
কেবল কথার কারসাজি
ওখানে সত্য নেই
ওখানে থাকে অর্ধসত্য বা সিকি সত্য
ওখানে সব হাবিজাবি।
ওগুলো বাপু তোমরাই রাখো
ওগুলো আমার নয়।
আমার তো রয়েছে মস্ত একটা জগৎ
যেখানে থাকি আমি, আর থাকে সব সত্য।
সারাবাংলা/এসবিডিই
ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কবিতা গুচ্ছ কবিতা শাশ্বতী মাথিন শাশ্বতী মাথিনের গুচ্ছ কবিতা সাহিত্য