আমাদের ঈদ
২২ এপ্রিল ২০২৩ ২১:৫৩
খুব সকালে গোসল সেরে নিতাম সেজে
পাঞ্জাবি আর পায়জামায়,
সেমাই-পায়েস পিঠা-পুলি ঢাকনা তুলি
টেবিলজুড়ে রাখত মায়।
ঈদগা যেতাম বাবার সাথে মাদুর হাতে
সুগন্ধিটা মেখে গায়,
ময়দানেতে বন্ধু কতো কথা হতো
দূর হতে হাত-ইশারায়।
মুরব্বিদের কাছে গিয়ে হাসি দিয়ে
সালাম করে ছুঁয়ে পায়,
সেলামিতে পকেট ভারী, ঘরটা ছাড়ি
এ দিনে আর কে বা পায়?
জগলু রিপন সুমন জাকি নয়তো বাকি
পাড়ার কোনো বন্ধু আর,
সবাই সবার বাড়ি ঘুরে উদর পুরে
হয়ে যেত দিনটা পার।
সন্ধ্যে হলে আড্ডা ছাড়ি ফিরে বাড়ি
টিভির পর্দায় দিতাম মন,
ঈদের বিশেষ নাটক গানে অনুষ্ঠানে
কাটত কী যে দারুণ ক্ষণ।
সারাবাংলা/এসবিডিই
আমাদের ঈদ ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কবিতা সালাম ফারুক সালাম ফারুকের কিশোর কবিতা 'আমাদের ঈদ' সাহিত্য