Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসটোপিয়া


২৪ এপ্রিল ২০২৩ ১৭:৩৫

আমি জানি, কঠিন, পরিস্থিতি ভীষণ কঠিন
কারণ বিশ্বের তাপমাত্রা বাড়ছে ফি বছর
ভেস্তে যাচ্ছে কপ সম্মেলন
অস্ত্র বিক্রির প্রবৃদ্ধিও আশানুরূপ
বন্ধ নেই উত্তর কোরিয়ার মিসাইল নির্মাণ
এখনো অস্থির ইন্দো-প্যাসিফিক
ব্রেক্সিটের ধাক্কায় এখনো টালমাটাল গ্রেট ব্রিটেন

এই তো বাংলাদেশও—
একের পর এক পুড়ছে মার্কেট-ঘর-বাড়ি
তদন্ত প্রতিবেদনগুলো চাপা পড়ে যাচ্ছে, যথারীতি
মঙ্গল শোভাযাত্রা নিয়ে আমরা তর্ক থামাইনি এ বছরও
ধর্ম থেকে রাজনীতি
বিদ্যানন্দ থেকে এক্সপোজ—
নতুন নতুন ইস্যুর বাম্পার ফলন
কখন কোন ইস্যু চলছে— হিসাব রাখা দায়
এর মধ্যেই ৬ দশকের রেকর্ড ছাড়িয়ে ঢাকা আরেকটু ‘হট’

বিজ্ঞাপন

সব মিলিয়ে, জানি,
পরিস্থিতি অনুকূলে নেই
তোমার, কিংবা আমার
সব মিলিয়ে, জানি,
পরিস্থিতি কঠিন, ভীষণ কঠিন
তোমার জন্য, কিংবা আমার জন্য
কিন্তু এই পরিস্থিতিতেও প্রেমের বিকল্প আর কী আছে!
প্রেম, মানে বিশুদ্ধ প্রেম
খাবার, সংস্কৃতি কিংবা সংগীত—
বিশুদ্ধবাদী নই কোনোটাতেই
কিন্তু প্রেমটা বিশুদ্ধ চাই

তোমার মনে হতে পারে চর্বিত চর্বণ
মনে হতে পারে ভীষণ ক্লিশে— প্রাগৈতিহাসিক ধারণা
কিন্তু সত্যিই বিশুদ্ধ প্রেম বদলে দিতে পারে দেশ এবং পৃথিবী
বিশুদ্ধ প্রেম পেলে রাষ্ট্র হবে গণকল্যাণমুখী—
গণতান্ত্রিক এবং পরিবেশবাদী
ইস্যুর বদলে বাম্পার ফলন হবে সৌহার্দ্যের
অস্ত্রের বদলে দুনিয়াজুড়ে বাড়বে ফুলের ব্যবসা
এক টেবিলে ভোজ খাবেন পুতিন-জিনপিং-বাইডেন
তরতর করে নেমে যাবে তাপমাত্রার পারদ

সেই প্রেমের অপেক্ষা ফুরাবে কি?

সারাবাংলা/এসবিডিই

ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কবিতা ডিসটোপিয়া তরিকুর রহমান সজীব তরিকুর রহমান সজীবের কবিতা 'ডিসটোপিয়া' সাহিত্য

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর