Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসনাবিলাস


২৪ এপ্রিল ২০২৩ ২১:০৬

তোমার কথা আর যত সংশয়
স্মৃতির বালিশ আড়মোড়া দেয় রাত,
স্পর্শের বিপন্ন বিস্ময়
কেড়েই নিল সব ঘুম হুটহাট।

কত দুরে তবু সমস্ত জুড়ে থাকো
না ছুঁয়েও আষ্ঠেপৃষ্ঠে কী জড়িয়ে রাখো,
কেমন করে সরিয়ে রাখি সব
তুমিই যে সেই অনন্ত স্তব।

তুমি হাসলেই অন্ধকারেও ভোর
তোমার চোখেই শ্রাবণ মেঘের ঘোর,
তোমার পায়েই মনের নূপুর বাজে
কি সুর আর বাজাব এস্রাজে।

তোমার চোখের করুণ সলাজ হাসি
এখনও যে মনের সবটা জুড়ে,
এক পৃথিবী একলা ঘুরে ঘুরে
এখনও তাই তোমায় ভালবাসি।

সারাবাংলা/এসবিডিই