থেকে আছি। দাহ শেষে উঁচু অন্ধকারে
ভস্ম। বৃষ্টি। ছিন্নছায়া- পাতাদের আড়
থেকে আছি। এঁটো ভাত। বলেছি ‘অমৃত’
উপেক্ষা। অপেক্ষা। যদি কেউ তা-ই দিত
থেকে আছি। হাসিফুল সকালের গাছে
অভিমান সত্য বটে। চোখ ভিজে আছে
থেকে আছি। মনে আছে নিশিথের ডাক
সকালের সারা মুখে আলো হেসে থাক
থেকে আছি। অবহেলা। পারব সামলাতে
এসো হে বিমুগ্ধ হাত- চেয়ে থাকা হাতে