Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিকের জয়গান

অমিত বণিক
১ মে ২০২৩ ১৩:৫০ | আপডেট: ২ মে ২০২৩ ১৩:৫১

জাগো রে শ্রমিক, জাগো রে কৃষক
জাগো মেহনতী ভাইয়েরা,
আধাবেলা খেয়ে কল-কারখানায়
মেশিন চালায় যারা।

যাদের পরিশ্রমের ঘামে
কলকারখানায় চাকা চলে,
শক্ত মাটিতে লাঙল চালায়
রোদে পুড়ে ভিজে জলে।

এরাই মানুষ, এরাই একতা
গাও ভাই শ্রমিকের জয়গান,
মে দিবসের দিনের প্রভাতে
দাও ওদের প্রাপ্য সম্মান।

জীবন যুদ্ধের সংগ্রামে আজ
বন্ধু এগিয়ে দাও তোমার হাত,
অনাহারী যারা পথে বসে কাঁদে
তাঁদের দাও এক মুঠো ভাত।

শ্রমিকের অন্ন কেড়ে খায় যারা
দেশেতে আনে আকাল,
কৃষক শ্রমিক দুঃখে বসে কাঁদে
তাইতো স্বদেশের এই হাল।

কষ্টের জীবন হাতে লয়ে যারা
সংগ্রাম করে যাচ্ছে প্রতিদিন,
শ্রমিক যারা দারিদ্র্য কবলিত
সমব্যথী হয়ে শোধ করি এ ঋণ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবিডিই

অমিত বণিক অমিত বণিক এর কবিতা শ্রমিকের জয়গান